Rahul Gandhi: আম্বেদকর মন্তব্যে অমিত শাহের পদত‍্যাগের দাবি রাহুলের, ধাক্কাধাক্কি অভিযোগ নস্যাৎ কংগ্রেসের

Rahul Gandhi: আম্বেদকর মন্তব্যে অমিত শাহের পদত‍্যাগের দাবি রাহুলের, ধাক্কাধাক্কি অভিযোগ নস্যাৎ কংগ্রেসের

Rahul Gandhi: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা৷ ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডায় কার্যত উত্তাল হয়ে ওঠে বৃহস্পতিবারের অধিবেশন। বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খার্গে, কেসি বেনুগোপাল, জয়রাম রমেশও।

অমিত শাহের পদত‍্যাগের দাবি রাহুলের

নয়াদিল্লিঃ ভারতীয় সংবিধানের ৭৫ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে বিতর্ক চলাকালীন শাসক বিরোধী তরজায় গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ৷ গতকাল সংসদে বক্তব্য রাখার সময় কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ বি আর আম্বেদকরকে নিয়েই বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর করে চিৎকার করাটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷ এত বার ভগবানের নাম নিলে স্বর্গে ঠাঁই পাওয়া যায়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে গতকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা৷ ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডায় কার্যত উত্তাল হয়ে ওঠে বৃহস্পতিবারের অধিবেশন। বৃহস্পতিবার প্রেস কনফারেন্স করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খার্গে, কেসি বেনুগোপাল, জয়রাম রমেশও। মল্লিকার্জুন খার্গে বলেন, ‘আজ আরও একটি বিষয় আমরা তুলে ধরতে চাই। প্রধানমন্ত্রী এব স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব‍্য তুলে ধরছেন, সেটা অত‍্যন্ত দুঃখজনক। বাস্তব না দেখে তাঁরা বলছেন এসব কথা। আজ পর্যন্ত বাবা সাহেব এবং জওহরলাল নেহেরুর নাম নিয়ে য্ বলছেন, সব মিথ‍্যা।’

তিনি আরও বলেন, ‘ আমরা সংসদের মধ‍্যে দাঁড়িয়ে ঝামেলা করতে চাই না, তাই আমরা তাই বাইরে যা প্রতিবাদ করার করি। কেউ যদি আম্বেদকরের নাম নিয়ে এভাবে কথা বলেন, তাহলে কী বার্তা যায় বাইরে? আমাকে ধাক্কা দিয়েছে এমন ভাবে যে আমি পড়ে যাই। আর এরা এখন বলছে আমরা নাকি ধাক্কা দিয়েছি।’ বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

সংসদে পড়ে গিয়ে চোট পেলেন বিজেপির সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি। তাঁর অভিযোগের আঙুল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির দিকে। অভিযোগ, তিনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তখন রাহুল গান্ধি নাকি একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ তাঁর গায়ের উপর পড়লে তিনি পড়ে যান ও মাথা ফেটে যায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন কিরণ রিজ্জু। লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারে বিজেপি। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছে বিজেপি!