Smartphone Launch: Poco C75 5G না কি Moto G35 5G? কোন স্মার্টফোনে বেশি ফিচার দিচ্ছে? দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Smartphone Launch: Poco C75 5G না কি Moto G35 5G? কোন স্মার্টফোনে বেশি ফিচার দিচ্ছে? দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

Poco C75 5G-এ 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ইউজাররা মাইক্রোSD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। স্মার্টফোনটি চলে Android 14 অপারেটিং সিস্টেমে, যা কোম্পানির নিজস্ব Xiaomi HyperOS-এর সঙ্গে সম্পূর্ণ মানানসই।

এখন প্রায় সব স্মার্টফোনেই ডুয়াল সিমের অপশন থাকে। Poco C75 5G-এ তাই রয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে f/1.8 অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Poco C75 5G-তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে কোম্পানি। স্মার্টফোনটি IP52 রেটিং পেয়েছে। জলের ঝাপটা এবং ধুলোময়লা থেকে ফোন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। পাশাপাশি 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Poco C75 5G-এর দাম ৭,৯৯৯ টাকা।

কয়েকদিন আগেই Moto G35 5G লঞ্চ করেছে Motorola। দাম ৯,৯৯৯ টাকা। মূলত এই স্মার্টফোনের সঙ্গেই টক্কর হবে Poco C75 5G ফোনের। Moto G35- এ Unisoc T760 চিপসেট দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে FHD+ ডিসপ্লে।

Motorola-এর এই স্মার্টফোনে 50MP-এর মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে 5,000 mAh ব্যাটারি। যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখন প্রশ্ন হল, এই দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা ভাল? এখানে দুটি ফোনেরই স্পেসিফিকেশন দেওয়া হল।

ডিসপ্লে: Poco C75 5G-এ রয়েছে 6.88-ইঞ্চি HD+ (1600 x 720) ডিসপ্লে, 120Hz, 600 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Moto G35 5G-তে 6.72-ইঞ্চি FHD+ (2400 x 1080) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz, HDR10, 1000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এতে গরিলা গ্লাস 3-ও রয়েছে।

প্রসেসর: Poco C75 5G-এ Snapdragon 4s Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। আর Moto G35 5G-এ UNISOC T760 প্রসেসর।

RAM এবং স্টোরেজ: Poco C75 5G-এ 4GB LPDDR4X র‍্যাম এবং 64GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। মাইক্রোSD দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যায়। Moto G35 5G-এ 4GB LPDDR4X র‍্যাম এবং 128GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। এটাও মাইক্রোSD দিয়ে 1TB পর্যন্ত বাড়াতে পারবেন ইউজার।

অপারেটিং সিস্টেম: Poco C75 5G Android 14-এ চলে। Moto G35 5G-ও তাই, তবে এটা Android 15-এ আপগ্রেডযোগ্য। ২ বছরের সিকিউরিটি আপডেটও মিলবে।

সিম কনফিগারেশন: Poco C75 5G-তে ডুয়াল সিম (nano + nano + microSD) ব্যবহার করতে পারবেন ইউজার। Moto G35 5G-এ হাইব্রিড ডুয়াল সিম (nano + nano/microSD)।