Smartphone Launch: Poco C75 5G না কি Moto G35 5G? কোন স্মার্টফোনে বেশি ফিচার দিচ্ছে? দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
Poco C75 5G-এ 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ইউজাররা মাইক্রোSD কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। স্মার্টফোনটি চলে Android 14 অপারেটিং সিস্টেমে, যা কোম্পানির নিজস্ব Xiaomi HyperOS-এর সঙ্গে সম্পূর্ণ মানানসই। এখন প্রায় সব স্মার্টফোনেই ডুয়াল সিমের অপশন থাকে। Poco C75 5G-এ তাই রয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে f/1.8 অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে সেকেন্ডারি ক্যামেরাও রয়েছে। আর সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Poco C75 5G-তে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে কোম্পানি। স্মার্টফোনটি IP52 রেটিং…


