স্বাস্থ্য দফতরে নিয়োগ, আবেদন করতে পারবেন মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা

স্বাস্থ্য দফতরে নিয়োগ, আবেদন করতে পারবেন মাধ্যমিক যোগ্যতার প্রার্থীরা

 

শূন্যপদের সংখ্যা

আপাতত আংশিক সময়ের জন্য নিয়োগ করা হলেও, প্রয়োজনে তার সময়সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যে ১৬৫ জন ওয়ার্ডেন নিয়োগের কথা বলা হয়েছে, তাঁদের মধ্যে মহিলা ১৫৯ জন। এঁদের মধ্যে অসংরক্ষিত ৮১, তফশিলি জাতি ও উপজাতি যথাক্রমে ৩৫ ও ১০, ওবিসি এ ১৬, ওবিসি বি ১২ এবং শারীরিক প্রতিবন্ধী ৫। অন্যদিকে ৬ পুরুষ ওয়ার্ডেনের মধ্যে অসংরক্ষিত ৩, তফশিলি জাতি, উপজাতি, ওবিসি এ ১ জন করে।

 যোগ্যতা

যোগ্যতা

আংশিক সময়ের এই সরকারি চাকরির জন্য যোগ্যতা মাধ্যমিক কিংবা সমতুল পাশ।

 বয়সসীমা

বয়সসীমা

আবেদনকারীর বয়সসীমা ১৯৮২-র ১ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জানুয়ারির মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

বেতন

বেতন

পে ব্যান্ড টু অনুযায়ী ৫৪০০ থেকে ২৫২০০ টাকা। গ্রেড পে ২৬০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে অন্য ভাতাও।

আবেদনের ফি

আবেদনের ফি

এর জন্য আবেদন করতে গেলে ফি লাগবে ১৬০ টাকা। তবে তা গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমের মাধ্যমে দেওয়ার ব্যবস্থা রয়েছে। রাজ্যের তফশিলি জাতি, উপজাতি কিংবা শারীরিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

https://www.wbhrb.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। ৩০ জুন দুপুর একটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

(Source: oneindia.com)