কাকে ছাড়বেন, কাকে রাখবেন! একসঙ্গে দুই প্রেমিকাকেই বিয়ে করলেন ঝাড়খণ্ডের যুবক

কাকে ছাড়বেন, কাকে রাখবেন! একসঙ্গে দুই প্রেমিকাকেই বিয়ে করলেন ঝাড়খণ্ডের যুবক

#কলকাতা: এক নয়, একসঙ্গে দু’ জন প্রেমিকাকে বিয়ে করলেন প্রেমিক৷ এমনই দৃশ্যের সাক্ষী থাকল ঝাড়খণ্ডের লোহারডাগায়৷ তিন জনের সম্মতিতেই অভিনব এই বিয়ে সম্পন্ন হয়েছে৷ যে বিয়ের খবর আপতত গোটা দেশে ভাইরাল৷

দুই প্রেমিকাকে একসঙ্গে ছাদনাতলায় নিয়ে আসার এই অসাধ্য সাধন করেছেন সন্দীপ ওরাওঁ নামে এক যুবক৷ তাঁর দুই স্ত্রীর নাম কুসুম লাকড়া এবং সাথী কুমারী৷ লোহারডাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে এই ঘটনা ঘটেছে৷

জানা গিয়েছে, সন্দীপ এবং কুসুম তিন বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিলেন৷ তাঁদের একটি সন্তানও রয়েছে৷ কিন্তু গত বছর পশ্চিমবঙ্গে ইট ভাটায় কাজ করতে আসেন সন্দীপ৷ সেই সময়ই তাঁর জীবনে আসেন সাথী কুমারী৷ সাথীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সন্দীপের৷ বাড়ি ফিরে আসার পরে দু’ জনে দেখা সাক্ষাৎ করতে থাকে তারা৷ দু’জনের সম্পর্কের কথা জানতে পারে তাঁদের পরিবারের সদস্যরাও৷ এই সম্পর্কের আপত্তিও জানান গ্রামবাসীরা৷

বিষয়টি পঞ্চায়েত পর্যন্ত গড়ায়৷ শেষ পর্যন্ত ঠিক হয়, দু’ জন মহিলাকেই বিয়ে করবেন সন্দীপ৷ এই সিদ্ধান্তে সন্দীপের দুই প্রেমিকা তো বটেই, তাঁদের পরিবারের সদস্যরাও আপত্তি করেননি৷

ভাল ভালয় বিয়ে মেটার পর সন্দীপ সংবাদমাধ্যমে জানান, ‘দু’ জনকে বিয়ে করলে আইনি ঝামেলায় পড়তে পারি৷ কিন্তু আমি ওদের দু’ জনকেই ভালবাসি৷ ওদের মধ্যে কাউকেই আমি ছাড়তে পারব না৷’

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)