Adobe ব্যবহার করেন? এবার তা হলে আপনাকে বাড়তি সতর্ক থাকতে হবে

Adobe ব্যবহার করেন? এবার তা হলে আপনাকে বাড়তি সতর্ক থাকতে হবে

#নয়াদিল্লি: ভারতে Adobe ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত সতর্কতার নির্দেশ জারি করল ইন্ডিয়ান কম্পিউটার এজেন্সি রেসপন্স টিম (Indian Computer Emergency Response Team)।

গত বৃহস্পতিবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একটি দল বিভিন্ন Adobe সার্ভিস প্রোডাক্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের মতে, Adobe-এর বিভিন্ন সার্ভিস প্রোডাক্টের মাধ্যমে লিকেজের মাধ্যমে হ্যাকাররা কম্পিউটার সিস্টেমে ঢুকে দেদার তথ্য চুরি করছে।

Adobe-এর বিভিন্ন সার্ভিস প্রোডাক্ট যেমন, InDesign (Windows এবং macOs-এর সর্বশষ আপডেট ভার্সন সহ), InCopy, Illustrator, Bridge এবং Animate-এর মতো প্রোডাক্ট থেকে এই ধরনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে।

মিনিস্ট্রি অফ ইলেকট্রনিকস এবং ইনফরমেশন টেকনোলজির (Ministry of Electronics and Information Technology) অধীনস্থ সিইআরটি-র ওই রিপোর্টে বলা হয়েছে, উল্লিখিত Adobe-এর প্রোডাক্টগুলির মাধ্যমে সাইবার হ্যাকাররা সিস্টেমে ঢুকে ইচ্ছেমতো কোড, সিস্টেম ফাইল ইত্যাদি ইনস্টল করিয়ে গ্রাহকদের তথ্য চুরি করছে।

সাইবার সিকিউরিটি এজেন্সির মতে, Adobe-এর প্রোডাক্টগুলির মাধ্যমে নিরাপত্তার অবনতি ঘটছে, এর কারণ Adobe-এর ভ্যালিডেশন সংক্রান্ত সমস্যা, অথরাইজেশন ইত্যাদি- সেই সঙ্গে এদের নানা প্ল্যাটফর্মে ইনফরমেশনও সুরক্ষিত থাকে না। এই সব নিয়ন্ত্রনহীন সিস্টেমের মাধ্যমে হ্যাকাররা খুব সহজেই গ্রাহকদের ভিকটিম বানিয়ে বিভিন্ন অসাধু সিস্টেমের মধ্যে ফেলে দিচ্ছে।

সাইবার সিকিউরিটি এজেন্সির বিশেষজ্ঞরা গ্রাহকদের পরামর্শ দিয়েছেন Adobe-এর ঠিকঠাক সফটওয়্যার আপডেটের পাশাপাশি, Adobe-এর সিস্টেমকেও আপডেট করতে হবে।

Adobe ছাড়াও সাইবার সিকিউরিটি এজেন্সির বিশেষজ্ঞরা এডিএম-এর (Critix Application Delivery Management) প্রোডাক্ট ব্যবহারেও গ্রাহকদের সতর্ক করে দিয়েছে। এই প্রোডাক্টগুলিও রিমোট হ্যাকারদের বাইপাস সিকিউরিটির মাধ্যমে টার্গেট সিস্টেমের সার্ভিস কন্ডিশনকে ব্যাহত করে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, Critix ADM-এ এই ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিপদের কারণ খানিকটা Adobe-এর মতোই। এই সব নিয়ন্ত্রনহীন সিস্টেমে রিমোট হ্যাকাররা বিশেষ ধরনের ‘ক্রাফট রিকোয়েস্ট’ পাঠিয়ে পুরো সিস্টেমকেই করাপ্ট করে দেয়।

এর পর সিস্টেম পাসওয়ার্ড বদলে সম্পূর্ণ সিস্টেমকে নতুন ভাবে পরিচালিত করে। এতে ডিভাইসের সিকিউরিটি বিঘ্নিত হয়ে যে কোনও সার্ভিস প্রোভাইডারকে হ্যাক করতে সুবিধে হয়।

Published by:Suman Majumder

(Source: news18.com)