
‘জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে’, লোকসমাজে এমন প্রবাদ প্রচলিত রয়েছে। কিন্তু আসন্ন মৃত্যুর আভাস আগে থেকেই মিলতে পারে এবার।
Artificial Intelligence (যন্ত্রমেধা) না কি সেই উপায় বের করেছে। বিশেষ ‘Death Clock’ আবিষ্কার করা হয়েছে, যা মৃত্যুর দিন ক্ষণ জানিয়ে দিতে পারে।

এই মৃত্যু-ঘড়ি নিয়েই এখন উত্তাল গোটা বিশ্ব। www.death-clock.org নামের একটি ওয়েবসাইটও রয়েছে। যেখানে জন্মের তারিখ এবং কিছু তথ্য় দিলেই সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুদিন জানিয়ে দেওয়া হয়।

যন্ত্রমেধাকে কাজে লাগিয়েই নাকি হয় এই সব হিসেব-নিকেশ। শুধু দিন ক্ষণ জানানোই নয়, মৃত্যুর সম্ভাব্য কারণও জানিয়ে দেওয়া হয়।

ওই ওয়েবসাইটের দাবি, AI নিয়ন্ত্রিত ক্যালকুলেটর ব্যবহার করেই আয়ু নির্ধারণ করে তারা। সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ডায়েট, বদভ্য়াস, এইসব তথ্য চাওয়া হয় প্রথমে। তার পর ভবিষ্যৎ জানানো হয়।

কার কত বয়স, তা একেবারে দিন, ঘণ্টা, মিনিট এবং সেকেন্ড-সহকারে জানানো হয়। পাশাপাশি, যমরাজের আগমন কবে, তাও একই ভাবে জানানো হয় গ্রাহকদের।

এমনকি ওয়েবসাইটের লোগোতেও যমরাজের আদলে এক মূর্তি রয়েছে। একেবারে বিনামূল্য়ে সেখানে গিয়ে মৃত্যুর দিন ও কারণ জানতে পারেন যে কেউ।

ওই ওয়েবসাইটের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষের মৃত্যুর পূর্বাভাস দিয়েছে তারা। তবে এই তথ্য ঠিক না ভুল, সত্যিই মৃত্যুর আগাম পূর্বাভাস দেওয়া সম্ভব কি না, তা যাচাই করেনি এবিপি আনন্দ।

তবে শুধুমাত্র মৃত্যুর দিন বা কার্যকারণই জানায় না ওই ওয়েবসাইট। আয়ুবৃদ্ধির উপায়ও বাতলে দেয় তারা, তাও AI ঘড়ির দৌলতেই।

সঠিক জীবনযাত্রার উপায় বাতলে দেওয়া থেকে, কোন বয়সে কত ওজন হওয়া উচিত, কত ক্ষণ শরীরচর্চা করা উচিত, তাও জানায়। ধূমপান, মদ্য়পানের কুফল, মানসিক স্বাস্থ্য, সামাজিক গ্রহণযোগ্যতা নিয়েও টিপস দেয়। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
(Feed Source: abplive.com)