দার্জিলিং
বর্ষাকালের একবার দার্জিলিং ঘুরে আসুন। দার্জিলিংকে পাহাড়ের রানিও বলা হয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জায়গা। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দুর্দান্ত জায়গা এটি। তাছাড়া পাহাড় তো কম বেশি সকলেই পছন্দ করেন। এর প্রাকৃতিক শোভা আপনাকে মুগ্ধ করবে। পারলে এত বর্ষাতে এখানে ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।
কেরলের ওয়ানাদ
পাহাড়ি এলাকার সুন্দর ঘোরার জায়গার মধ্যে কেরলের ওয়ানাদ একটি। বর্ষায় এখানে ঘুরতে যাওয়ার উপযুক্ত সময়। এখানে সুন্দর চা বাগান আছে। যা মানুষের বিশেষ নজর আকর্ষণ করে। এর সৌন্দর্য ভাষায় বর্ণনা করা খুব কঠিন। তাই বর্ষাকালে একবার হলেও এই জায়গা ঘুরে আসুন। তবে, কেরলে গেলে একবার হলেও মুন্নার, আলেপ্পি জায়গায় ঘুরে আসুন।
উদয়পুর, রাজস্থান
ঘুরতে যাওয়ার জন্য সুন্দর জায়গা হল উদয়পুর। এখানে রোমান্টিক নৌকার যাত্রা করতে পারবেন। হনিমুনের জন্যও এখানে আসতে পারেন। এখানের প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর। যার টানে বাইরে থেকেও লোকে এখানে ঘুরতে আসেন। ফতেহ সাগর লেক, উদয়পুর সিটি প্যালেস ঘুরে আসবেন।
লাদাখ
লাদাখ অ্যাডভেঞ্চার করবার সবথেকে ভালো জায়গা। বর্ষাকালের এখানকার সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে। এর সৌন্দর্য দেখার টানে বারবার এখানে ছুটে আসেন পর্যটকরা। এখানে ঘোরার অনেক জায়গা আছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য জায়গা হল লেক, খারদুংলা পাস, ভিলেজ, হল অফ ফেম সবথেকে সুন্দর জায়গা। পারলে একবার ঘুরে আসুন এখানে।
পন্ডিচেরি
পন্ডিচেরি নাম সকলেই শুনেছেন। এর ঔপনিবেশিক স্থাপত্য ও ফরাসি খাবারের জন্য এখানে দূর-দূরান্ত থেকে এখানে পর্যটকেরা ছুটে আসেন। তাছাড়া এখানকার মনোরম আবহাওয়া আপনাকে একেবারে পাগল করে তুলবে। বৃষ্টি সময় এখানে খুব সুন্দর লাগে। অ্যাডভেঞ্চারপ্রেমী রাও মাঝেমধ্যেই এখানে আসেন। এখানে গেলে অবশ্যই একবার হলেও মাহি বিচ, সেরেনেটি বিচ, প্যারাডাইজ বিচ ঘুরে আসতে একেবারেই ভুলবেন না।
জয়পুর, রাজস্থান
পারলে বর্ষাকালে একবার হলেও জয়পুরে মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন। এখানকার মনোরম আবহাওয়া আপনার ভালো লাগবে। জয়পুরকে গোলাপি শহর বলা হয়। আম্বার দুর্গ, নাহারগড় দুর্গ, জয়গড় দুর্গ, হাওয়ামহল জয়পুরের ঘোরার জায়গার মধ্যে একটি।
শিলং
মেঘালয় রাজ্যের রাজধানী হল শিলং। শিলং বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে এবং ভুটান-ভারত সীমান্তের প্রায় ১০০ কিমি দক্ষিণে অবস্থিত। খাসি ও জয়ন্তী পাহাড়ের উপত্যকায় ঘেরা শিলং। এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেকেই এখানে আসেন। বর্ষায় ঘুরতে আসার আদর্শ জায়গা এটি।
কুর্গ, কর্ণাটক
কর্ণাটকের সবথেকে সুন্দর জায়গার মধ্যে কুর্গ একটি। কফি বাগানের জন্য এখানে বিখ্যাত। বর্ষাকালে এই জায়গার প্রকৃতিক রূপ দেখার মতো। কুর্গকে ‘ভারতের স্কটল্যান্ড’ বলা হয়। কর্ণাটকে গেলে অবশ্যই একবার কোড়াচাদরি, নন্দী হিলস, বন্দীপুর ঘুরে আসুন। দেখবেন ভালো লাগবে।
(Source: oneindia.com)