নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কলকাতা : ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! ‘কুলটির (Kulti) প্রতি ওয়ার্ড থেকে ২টি করে বাস ভর্তি লোক আনতে হবে। যে কাউন্সিলর করতে পারবে না, তার ওয়ার্ডে কাজ বন্ধের ব্যবস্থা হবে’, কুলটির সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতির (TMC Block President) হুমকির ভিডিও ভাইরাল (Video Viral)। নিয়ামতপুরের সভা থেকে তৃণমূলের ব্লক সভাপতি বিমান আচার্যের হুমকি।

Paresh Adhikari : বাম আমলে নিয়ম ভেঙে খাদ্য দফতরে নিয়োগের অভিযোগ। নাম না করে তৎকালীন খাদ্যমন্ত্রী ও বর্তমান মন্ত্রী পরেশ অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন কোচবিহারের তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। যদিও প্রতিক্রিয়া মেলেনি পরেশ অধিকারীর।

Purba Medinipur : প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে আধুনিকমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুর জেলায় গড়ে তোলা হচ্ছে ৩৯৫টি সুস্বাস্থ্য কেন্দ্র। গ্রামের রোগীদের কথায় কথায় যাতে জেলা, মহকুমা বা ব্লক হাসপাতালে দৌড়তে না হয়, মূলত সেই লক্ষ্যেই এই উদ্যোগ। কিন্তু তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Kalyanmoy Ganguly : কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি নন। নিয়োগ বিতর্কের মধ্যেই অপসারিত কল্যাণময় গঙ্গোপাধ্যায়।  মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি হলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ পরিচালনায় নতুন কমিটি ঘোষণা। বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়।

Narendrapur : এবার নরেন্দ্রপুরে ভুয়ো কলসেন্টারের হদিশ। বিদেশিদের প্রতারণা, কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভুয়ো কলসেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস, গ্রেফতার ৪ । বাজেয়াপ্ত কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টাকা।

West Bengal Police : ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের উন্নয়নে পদক্ষেপ। তৈরি হবে WBPS ওয়েলফেয়ার ফোরাম। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভাতা বৃদ্ধি, পদোন্নতি-সহ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি।

(Source: abplive.com)