
HS Exam 2025: সূত্র বলছে, গত বছরের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে৷
নদিয়া: এবারেই বার্ষিক পদ্ধতিতে শেষ উচ্চ মাধ্যমিক, ১৬ বছরে মাধ্যমিকের গেরোয় পরীক্ষার্থীর সংখ্যা অস্বাভাবিক কম! তার ওপর কর্মমুখী হয়ে সারা রাজ্যে উধাও ৫৫ হাজার ছাত্রছাত্রী। আর মাত্র কয়েক ঘণ্টা ! আগামী ৩ মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে এবার এক ধাক্কায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গেছে। সূত্র বলছে, গত বছরের তুলনায় এবছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে।
শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় অন্যবারের তুলনায় তুলনামূলকভাবে পাশের হার কম ছিল। প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা শিক্ষার্থীর সংখ্যাও কমে গেছে। অনেক শিক্ষার্থী পেশা মুখী পড়াশুনোর দিকে ঝুঁকছে, কেউ নার্সিং কিংবা পলিটেকনিক কেউবা অন্য ট্রেনিং কোর্সের দিকে যাচ্ছে। এছাড়া কিছু শিক্ষার্থী তো মাঝপথে পড়াশোনা ছেড়েই দিয়েছে।২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। এর ফলে বছরে মাত্র দু’বার পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পুরনো নিয়ম অনুযায়ী শেষবারের মতো পরীক্ষা।
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ জন ছাত্রছাত্রী। একাদশে ভর্তির পর ৫ লক্ষ ৬৪ হাজার পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বুধবার পর্যন্ত ৫ লক্ষ ৮ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী নাম এনরোল করেছে। তা হলে বাকি ৫৫ হাজারেরও বেশি পড়ুয়া গেল কোথায়? শিক্ষা মহলের বক্তব্য, এই ৫৫ হাজার পড়ুয়া স্কুলছুট হয়েছে।
তবে একটু বিশ্লেষণ করলে এর উত্তর পাওয়া যায়, ১৩ বছর না হলে করা যাবে না মাধ্যমিকের রেজিষ্ট্রেশন। ২০২০ সালে এই নিয়ম চালু হওয়ার পর সরকার থেকে ওই বছর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে ২০০৭ সালের ৩১ অক্টোবরের পরে জন্ম হলে মাধ্যমিক রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে না পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষায় বসার উপযুক্ত হওয়ার জন্য পর্ষদ, শিক্ষার্থীদের একটি বয়স নির্ধারণ করেছে যা হল ১৫ বা ১৬বছর। অর্থাৎ, মাধ্যমিক পরীক্ষার্থীদের ১৫বছর বয়স হওয়া আবশ্যক। এর থেকে কম বয়সের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসার উপযুক্ত হবে না।
পর্ষদের ওই ঘোষণার পরেই ওই বছরেই এক ধাক্কায় অনেক মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমতে দেখা গিয়েছিল। পাশাপাশি এর প্রভাব পড়েছিল দু’বছর পরে উচ্চমাধ্যমিকেও। এবং সেই থেকে ঘাটতি বেড়েছে ছাড়া কমেনি বলেই পরিসংখ্যান দেখা যাচ্ছে।
তাছাড়াও অন্য এক কারণ, প্রতি বছরই যত সংখ্যক ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে, তার ১০ শতাংশ পরীক্ষায় বসে না। তাদের সবাই যে স্কুলছুট হয়, তা–ও নয়। ওই পড়ুয়াদের অনেকে আইটিআই, পলিটেকনিক এবং ভোকেশনাল কোর্সে চলে যায়।গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৭ লক্ষ সাড়ে ৬৪ হাজার ছাত্রছাত্রী। এ বার তা কমে হয়েছে ৫ লক্ষ ৯ হাজারের কম। সংসদ সভাপতি র দাবি, বয়সজনিত কারণেই ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থী ও পাশ করা পড়ুয়ার সংখ্যা কমে গিয়েছিল এক জায়গায় অনেক খানিক কারণ ১৬ বছর বাধ্যতামূলক করা হয়েছিল। তাই, এ বছর উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থীর সংখ্যা আড়াই লক্ষ কমে গিয়েছে। তবে বার্ষিক পদ্ধতিতে এটাই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এরপর থেকেই চালু হবে সেমিস্টার।
Mainak Debnath