‘‌সিটি অফ জয় এখন সিটি অফ রিটায়ারমেন্ট’‌, কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

‘‌সিটি অফ জয় এখন সিটি অফ রিটায়ারমেন্ট’‌, কড়া ভাষায় রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

আজ, শুক্রবার অডিট কনক্লেভ শুরু হয়েছে শহরে। সেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর বক্তব্য রাখার সময় রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। আর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নবান্ন–রাজভবন সংঘাত চরমে উঠবে বলে মনে করা হচ্ছে।

ঠিক কী বলেছেন রাজ্যপাল?‌ এদিন বক্তব্য রাখার শুরু থেকেই ছত্রে ছত্রে তিনি রাজ্যের সমালোচনা করলেন তিনি। তিনি বলেন, ‘‌সিটি অফ জয় এখন সিটি অফ রিটায়ারমেন্ট। এখন কলকাতায় কোন উন্নয়নমূলক কাজ হয় না। সব কিছুই অবসরের মুখে। রাজ্যের সরকারের উদাসীনতার জন্যই আজকের এই অবস্থা। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প কোনও দিকেই ভালো কিছু এখন আর হয় না।’‌

কেমন আর্থিক অবস্থা রাজ্যের?‌ এই বিষয়ে ব্যাখ্যা করতে গিয়ে জগদীপ ধনখড় বলেন, ‘‌আগে দেশের জিডিপিতে অবদান ছিল রাজ্যের। এখন আর নেই। জিডিপির উন্নতিতে কোনও পদক্ষেপ নেওয়া হয় না সরকারের পক্ষ থেকে। তাই রাজ্যে জিডিপি মুখ থুবড়ে পড়েছে। আগে সংস্কৃতি থেকে শুরু করে অর্থনীতি সবেতেই এগিয়েছিল এই রাজ্য। এখন পিছোতে পিছোতে একদম দেওয়ালে পিঠ ঠেকেছে। আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে। রাজ্যের সবকিছুরই মান পড়ছে।’‌

সিএজি রিপোর্ট নিয়ে কী বললেন রাজ্যপাল?‌ এই বিষয়েও রাজ্যকে নিশানা করেছেন রাজভবনের বাসিন্দা। তিনি বলেন, ‘‌কোনও সিএজি অডিট হয় না রাজ্যে। এই সিএজি অডিট হলে খরচ এবং ব্যয়ের ছবিটা স্পষ্ট হয়। জিটিএ–তে দীর্ঘদিন অডিট হয় না। দুর্নীতিতে প্রচ্ছন্ন মদত রয়েছে রাজ্যের। আর মদত আছে বলেই দিনের পর দিন অডিট হয় না।’‌ রাজ্যপালের একের পর এক ক্ষমতা খর্ব করা হচ্ছে বলেই এমন চাঁচাছোলা ভাষায় রাজ্যকে বিঁধলেন বলে মনে করা হচ্ছে।

(Source: hindustantimes.com)