TMC: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র কলকাতা মেডিক্যাল কলেজ! রক্তারক্তি কাণ্ড, বন্ধ রাখতে হল জরুরি বিভাগ

TMC: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র কলকাতা মেডিক্যাল কলেজ! রক্তারক্তি কাণ্ড, বন্ধ রাখতে হল জরুরি বিভাগ

কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের গোষ্ঠীর সঙ্গে স্থানীয় এক আইএনটিটিইউসি নেতার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকেই ঝামেলার…আরও পড়ুন

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে কলকাতা মেডিক্যাল কলেজে তুলকালাম কাণ্ড৷ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতালের জরুরি বিভাগের সামনের চত্বর৷ পরিস্থিতি এমন আকার নেয় যে জরুরি বিভাগের গেটে তালা মেরে বন্ধ করে দিতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযোগ, জরুরি বিভাগের ভিতরেই মারামারিতে আহত হয় বেশ কয়েকজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বউবাজার থানার বিশাল পুলিশবাহিনী৷ আটক করা হয় বেশ কয়েকজনকে৷ আহত অবস্থায় তিনজনকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়৷ ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজনকে আটক করে পুলিশ৷

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের গোষ্ঠীর সঙ্গে স্থানীয় এক আইএনটিটিইউসি নেতার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকেই ঝামেলার সূত্রপাত হয়৷ এই ঘটনার জেরে সন্ধের পর দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয় হাসপাতালের জরুরি বিভাগ৷ ফলে হাসপাতালে এসেও চিকিৎসা পাননি অনেক রোগী৷

জানা গিয়েছে, শুক্রবার মেডিক্যাল কলেজ সংলগ্ন কলুটোলা স্ট্রিটে  একটি ইফতার পার্টিকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত হয়৷ তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর৷ চিকিৎসার জন্য তাঁকে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়৷

অভিযোগ, আহত ওই তৃণমূল কর্মীর চিকিৎসা চলাকালীন ফের হাসপাতালে চড়াও হয় তার বিরোধী গোষ্ঠীর কর্মী, সমর্থকরা৷ এর পর ফের হাসপাতালের ভিতরেই দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়৷ আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাঁদের আত্মীয়রা৷ দীর্ঘক্ষণ ধরে কার্যত স্তব্ধ হয়ে থাকে হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা৷