
সেলিম রেজা, ঢাকা: ফের উত্তাল বাংলাদেশ (Bangladesh Protest)। ফের পথে নেমেছেন ছাত্ররা। ধর্ষণের বিচার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, বাংলাদেশের মাগুরা জেলার ৮ বছরের শিশু আসিয়া হত্যার বিচারসহ একাধিক দাবিতে ঢাকাসহ সারা বাংলাদেশে মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার রাত ৮টায় বাংলাদেশের বাম ছাত্র সংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে আবার টিএসসিতে এসে শেষ হয়। মশাল মিছিলের আগে বাংলাদেশের মাগুরা জেলার শিশু আসিয়ার মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
মশাল মিছিলে ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘খুন ধর্ষণ হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ’, ‘ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে’, ‘খুন ধর্ষণ যেখানে, লড়াই হবে সেখানে’, ‘খুন ধর্ষণ নিপীড়ন, রুখে দাও জনগণ’, ‘হামলা মামলা হুলিয়া, নিতে হবে তুলিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন বাংলাদেশের ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।
ঢাকায় মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, আজ ধর্ষণের শিকার হয়ে মাগুরার ছোট শিশু আমাদের বোনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সাথে আমরা কেউ প্রতারণা করব না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করিয়েই আমরা আমাদের আন্দোলন শেষ করবো। যে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে না, তার এই পদে থাকার কোনো দরকার নেই।
প্রসঙ্গত, গত ৬ মার্চ ৮ বছরের শিশু আসিয়া বাংলাদেশের মাগুরা জেলায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, শিশুটির বোনের স্বামী, স্বামীর ভাই দ্বারা ধর্ষণের শিকার হয়। মামলার এজাহারভুক্ত আসামি শিশুটির বড় বোনের শ্বশুর, বোনের স্বামী, স্বামীর ভাই এবং স্বামীর মায়ের পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশুটি ৭ দিন চিকৎসাধীন থেকে ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসতাপালে মারা যায়। এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। ফের পথে নামেন ছাত্ররা।
(Feed Source: zeenews.com)