
কলকাতা: আমির খানের (Amir Khan) জীবনে নতুন বসন্ত। তাঁর জীবনে এসেছে নতুন প্রেমিকা। নিজের জন্মদিনের আগে, কেক কাটার সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকার আলাপ করিয়ে দিলেন আমির খান। এতদিন ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, ফিসফাস ছিলই যে ফের নতুন করে প্রেম করছেন মিস্টার পারফেকসানিস্ট। সেই জল্পনায় সিলমোহর পড়ল বৃহস্পতিবার। কেক কাটার সময় প্রেমিকাকে নিয়ে ছোট ছোট তথ্য়ও ভাগ করে নিলেন আমির। বেঙ্গালুরু নিবাসী এই রমণীর নাম গৌরী স্প্রাত। কে তিনি, কীই বা করেন, সেই সম্পর্কে এদিন ছোট ছোট তথ্য ভাগ করে নেন আমির। তবে প্রেমিকার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে নারাজ তিনি।
আমিরের প্রেমিকা গৌরীর ৬ বছরের এক সন্তান রয়েছে। বেঙ্গালুরু নিবাসী আমিরের প্রেমিকা নাকি আমিরকে তারকা বলে মনেই করেন না। তাঁর কাছে আমির একজন সাধারণ মানুষ। আর প্রেমিকার এই সারল্যই টেনেছিল আমিরকে। অভিনেতার অভিনীত খুব কম ছবিই দেখেছেন গৌরী। এর মধ্যে রয়েছে ‘দঙ্গল’ ও ‘লগান’। গৌরী নাকি বলিউডের সঙ্গেও তেমন অভ্যস্থ নন। তবে আমিরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে গৌরী ধীরে ধীরে অভ্যস্থ হচ্ছেন বলিউডের সঙ্গে। ইতিমধ্যেই আলাপ সেরে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan) সঙ্গেও। আমির জানিয়েছেন, তাঁর প্রেমিকা অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ। গৌরীর দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমির এদিন এও স্পষ্ট করেই জানিয়ে দেন যে তিনি ও গৌরী একত্রবাস করছেন।
সাংবাদিক ও ছবি শিকারীদের সঙ্গে জন্মদিনে আমির যখন কথোপকথনে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজেই সবার সামনে গৌরীকে নিয়ে এসে চমকে দেন। গৌরী আসলে বেঙ্গালুরুর মেয়ে। তাঁর একটি ৬ বছরের সন্তানও রয়েছে। তবে সবার সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিয়ে আমির অনুরোধ করেন গৌরীর কোনও ছবি না তুলতে। আমির চান না গৌরী এখনও লাইমলাইটে এসে পড়ুন। সবসময় তাঁকে ধাওয়া করুন ছবিশিকারীরা। গৌরী সাধারণ ঘরের মেয়ে ও আমির চান তাঁর জীবনযাত্রা সাধারণই থাকুক। সেই কারণেই আমির কাউকে ছবি তুলতে বারণ করেন। আমিরের কথার সম্মান রেখেই প্রকাশ্যে আনা হয়নি, গৌরীর কোনও ছবি।
গত দেড় বছর থেকে তাঁরা একসঙ্গে রয়েছেন। তবে গৌরীর সঙ্গে নাকি আমিরের নতুন পরিচিতি নয়। ২৫ বছর আগে দেখা হয়েছিল তাঁদের। সেই থেকেই চেনাজানা। তবে ফের যখন এত বছর পরে তাঁদের দেখা হল, তখন বদলে গিয়েছে সমস্ত পরিস্থিতিই। আমির জানান, তিনি আর গৌরী এখন বাবা মা হয়ে গিয়েছেন। তাঁদের ওপর সন্তানদের দায়িত্ব রয়েছে। তবুও তাঁরা একসঙ্গে থাকা নিয়ে ভীষণ গুরুত্ব দিয়ে ভাবছেন।
(Feed Source: abplive.com)
