ট্রেন হাইজ্যাক নিয়ে মিথ্যে বলছে পাকিস্তান? সত্যিই কি উদ্ধার করা গিয়েছে পণবন্দিদের?

ট্রেন হাইজ্যাক নিয়ে মিথ্যে বলছে পাকিস্তান? সত্যিই কি উদ্ধার করা গিয়েছে পণবন্দিদের?

নয়াদিল্লি: ট্রেন ছিনতাইকারী জঙ্গিদের সকলকে নিকেশ করা গিয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। রুদ্ধশ্বাস অভিযানের সমাপ্তিও ঘোষণা করে দিয়েছে তারা। কিন্তু বালুচিস্তানে Jaffar Express হাইজ্যাকের ঘটনায় পাক সরকারের সেই দাবি নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। কারণ Baloch Liberation Army-র দাবি, পাকিস্তান সরকার মিথ্যে বলছে। এখনও লড়াই চলছে এবং পাকিস্তানি সেনা রীতিমতো হিমশিম খাচ্ছে বলে দাবি তাদের। (Balochistan Train Hijack)

মঙ্গলবার বালুচিস্তানে প্রায় ৫০০ যাত্রী সমেত Jaffar Express হাইজ্যাক করে Baloch Liberation Army (BLA). শিশু, মহিলা, বয়স্কদের ছেড়ে দিয়ে শতাধিক জন যাত্রীকে পণবন্দি করে তারা। পণবন্দিদের মধ্যে অধিকাংশই পাকিস্তানি সেনা, পুলিশ, গোয়েন্দা এবং গুপ্তচর সংস্থার কর্মী বলে জানা যায়। ছুটিতে বাড়ি যাওয়ার সময় তাঁদের ট্রেনে হামলা হয় এবং সকলকে পণবন্দি করে রাখা হয় বলে জানায় BLA. (Balochistan Train Hijack)

বুধবার রাতে BLA জানায়, পণবন্দি ১০০ জনের বেশি যাত্রীকে খুন করেছে তারা। আরও ১৫০ জন তাদের হাতে পণবন্দি রয়েছেন বলেও দাবি করা হয়। অন্য দিকে, পাকিস্তান সেনা জানায় ট্রেন হাইজ্যাকের ঘটনায় উদ্ধারকার্য সম্পন্ন হয়েছে। সংঘর্ষে BLA-র তরফে মারা গিয়েছে ৩৩ জন। BLA-র হাতে ২১ জন যাত্রী মারা গিয়েছেন, যাঁদের মধ্যে চার জন পাক সেনার কর্মী বলে জানানো হয়। 

কিন্তু বৃহস্পতিবার পাক সেনার সেই দাবি খারিজ করল BLA. লিখিত বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানি সেনার মুখপাত্র যা বলেছেন, তা মিথ্যা। নিজেদের পরাজয় ঢাকতে মিথ্যে দাবি করছেন। বাস্তবে লড়াই এখনও চলছে, শত্রুপক্ষের বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে, সেনা হারছে। জবরদখলকারী সেনা মোটেই জয়ী হয়নি, ক্ষয়ক্ষতিও এড়াতে পারেনি তারা। পাকিস্তান সরকার যাদের উদ্ধার করা কথা বলছে, আন্তর্জাতিক বিধিনিয়ম এবং মূল্যবোধকে সম্মান জানিয়ে  তাদের Baloch Liberation Army ছেড়ে দিয়েছে। পণবন্দিদের উদ্ধার করার দায়বদ্ধতা পালন না করে, পরাজয় ঢাকতে ভাষ্য তৈরি করছে পাকিস্তানি সেনা’। 

BLA জানিয়েছে, লড়াই এখনও চলছে। তাদের যোদ্ধারা জান লড়িয়ে দিচ্ছে। BLA-র সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে সেনা এখন স্থানীয় মানুষদের নিশানা করছে। নিরীহ মানুষদের উপর হামলা চালানোই পাকিস্তানি সেনার অসহায়তার প্রমাণ বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। BLA জানিয়েছে, তাদের জেলবন্দি সহযোদ্ধাদের মুক্তির দাবিতে পাকিস্তান সরকারকে সময় দেওয়া হয়েছিল। তারা মুক্তি পেলে পণবন্দিদের ছেড়ে দেওয়া হতো। কিন্তু পণবন্দিদের উদ্ধারে কোনও তৎপরতা দেখাচ্ছে না সেনা। তাই তাঁদের কিছু হলেও পাক সেনাই দায়ী থাকবে। সত্যিই যদি জিতে গিয়ে থাকে পাক সেনা, তাহলে স্বাধীন সাংবাদিকদের ঘটনাস্থলে পাঠিয়ে দেখাক পাক সরকার, এই চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে BLA. তাদের দাবি, এই লড়াই পাক সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।

মঙ্গলবার দুপুরে পাকিস্তানের বালুচিস্তানে Jaffar Express হাইজ্যাক করে BLA. BLA বালুচিস্তানের একটি সশস্ত্র সংগঠন। স্বাধীন বালুচিস্তানের দাবিতে সংঘর্ষ করে চলেছে তারা। বিচ্ছিন্নতাকামী এই সংগঠনকে পাকিস্তান জঙ্গি সংগঠন হিসেবেই গণ্য করে। সংগঠনের জেলবন্দি সদস্যদের মুক্তির দাবিতেই এই ট্রেন ছিনতাই বলে জানা গিয়েছে।

(Feed Source: abplive.com)