East Medinipur News: তীব্র গরমে ছাদ বাগান শুকিয়ে কাঠ? বাঁচাতে এই পন্থা অবলম্বন করুন আজই

East Medinipur News:  তীব্র গরমে ছাদ বাগান শুকিয়ে কাঠ? বাঁচাতে এই পন্থা অবলম্বন করুন আজই

গরমের দিনে বিশেষ পরিচর্যা করুন বাগানের সুস্থ থাকবে গাছ, ভরে যাবে ফুল ফলে। জেনে নিন গরমের দিনে কীভাবে বাগান ভালো রাখবেন!

বাগান

তমলুক: শীত পেরিয়ে বসন্ত না, রোদের উষ্ণতা মেখে দরজায় কড়া নাড়ছে গরম। মার্চ মাস থেকেই বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই সংকেত দিয়েছে চলতি বছর তীব্র দাবদাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশুপাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা যায়। কিন্তু গরমের কিভাবে বাগানের যত্ন নেবেন তা ভেবে পাচ্ছেন না! তাহলে আপনার চিন্তা নেই এই প্রতিবেদন থেকে জেনে নিন গরমে বাড়ির সামনে বাগান বা ছাদের ওপর তবে যত্নে লাগানো আপনার গাছ-গাছালি কীভাবে রক্ষা করবেন।

তীব্র রোদে বা গরমের দিনে বাগানের যে সমস্যাগুলো হয় তার মধ্যে অন্যতম গাছগুলি শুকিয়ে যাওয়া। জলের অভাবে গাছগুলি শুকিয়ে যায়। রোদের মধ্যে থেকে গাছেদের জল সংকট হয়। কিন্তু অনেক সময় দেখা যায় সকাল সন্ধ্যা দুই বেলা গাছে জল দেওয়ার পরেও গাছ শুকিয়ে যাচ্ছে। যার অন্যতম কারণ জলের পাশাপাশি গাছটির পর্যাপ্ত ছায়া প্রয়োজন হয়। সব থেকে বেশি সমস্যা দেখা যায় ছাদের ওপর টবে লাগানো গাছের। খোলা আকাশের নীচে একদিকে রোদের তাপ অন্যদিকে ছাদের ওপর টবে থাকায় ছাদের গরমে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ফলে গাছের শেকড় ক্ষতিগ্রস্ত হয়। গাছগুলি শুকিয়ে মারা যায়। তাই গরমের দিনে বাগানের প্রতি যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গরমের দিনে কীভাবে বাগানের যত্ন নেওয়া যায় সে বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের যোগীখোপ গ্রামের এক নার্সারি মালিক জানান, গরমের দিনে গাছের পরিচর্যায় বাড়িতে গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে ছাদে টবে লাগানো গাছের যত্ন নেওয়ার জন্য আগেই চড়া রোদে পড়া জায়গা থেকে টবগুলি অন্যত্র সরিয়ে নিতে হবে।চড়া বাগান বাঁচাতে হলে বাগানের ওপর খড়ের বা গ্রিনশেড দিয়ে আচ্ছাদন করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা গাছের পরিচর্যা পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ জল দেওয়ার প্রয়োজন রয়েছে। গরমের দিনে গাছের গ্রোথের জন্য কোনও ধরনের রাসায়নিক প্রয়োগ গাছের ক্ষতি করে। তীব্র গরমের রাসায়নিক সার ও খইল প্রয়োগেও গাছ মারা যেতে পারে।

চড়া রোদের হাত থেকে বাগান রক্ষা করতে সরাসরি সূর্যের আলো পড়ে না এমন জায়গায় গাছগুলি স্থানান্তরিত করে নেওয়া প্রয়োজন বলে জানান ওই নার্সারীর মালিক। বর্তমান সময়ে টবে বাগান করার প্রবণতা বাড়ছে। কিন্তু বাগান তীব্র গরমের দিনের সঠিক পরিচর্যা দরকার হয়। কারণ বাগানের গাছ প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠে না। ফলে গরমের কালে বাগান সুস্থ সবল রাখতে অবশ্যই এই পন্থা অবলম্বন করুন।

সৈকত শী

(Feed Source: news18.com)