East Medinipur News: তীব্র গরমে ছাদ বাগান শুকিয়ে কাঠ? বাঁচাতে এই পন্থা অবলম্বন করুন আজই
গরমের দিনে বিশেষ পরিচর্যা করুন বাগানের সুস্থ থাকবে গাছ, ভরে যাবে ফুল ফলে। জেনে নিন গরমের দিনে কীভাবে বাগান ভালো রাখবেন! বাগান তমলুক: শীত পেরিয়ে বসন্ত না, রোদের উষ্ণতা মেখে দরজায় কড়া নাড়ছে গরম। মার্চ মাস থেকেই বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই সংকেত দিয়েছে চলতি বছর তীব্র দাবদাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। গরমের হাত থেকে রেহাই নেই মানুষ পশুপাখি থেকে গাছগাছালির। তবে এই গরমে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাগান। গরমের দিনে সঠিকভাবে পরিচর্যা না করলে বাগানের সমস্ত গাছ মারা যায়। কিন্তু…

