লক্ষ্য স্বল্প দূরত্বের মধ্যে কাজ
সংস্থার তরফে বলা হয়েছে, তারা এমন লোকদের নিয়োগ করতে চায়, যাঁদের বেশি দূরে যেতে পারেন না। কিন্তু আর্থিক উপর্জন জরুরি। এর আগে এই সংস্থা তামিলনাড়ুতে প্রায় ৫ হাজার ডেলিভারি পার্টনার নিয়োগের কথা জানিয়েছিল।
থাকছে বিভিন্ন সুবিধা
লজিস্টিক প্রোভাইডার শ্যাডোফ্যাক্স জানিয়েছে ২০২২-এর জুলাইয়ের মধ্যে দেশ জুড়ে ৭৫ হাজার ডেলিভারি পার্টনার নিয়োগ করবে। এক্ষেত্রে রাইডাররা প্রতি মাসে ৩৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। যাঁরা এই সংস্থার হয়ে কাজ করবেন তাঁদের বিনামূল্যে ৭.৫ লক্ষের দুর্ঘটনা এবং স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ন্যূনতম উপার্জনের গ্যারান্টি
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সংস্থার তরফে রাইডারদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তারা জানিয়েছে, রাইডারদের কাজের সময় নমনীয় হবে এবং তাদের ন্যূনতম উপর্জনের গ্যারান্টিও দেওয়া হবে। সংস্থার তরফে বলা হয়েছে রাইডাররা তাঁদের বাইক কিংবা সাইকেলে ডেলিভারি সম্পন্ন করতে পারবেন। আবার যাঁদের কোনও গাড়ি নেই, তাঁদেরকে বৈদ্যুতিক গাড়ি ভাড়ায় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংস্থায় ইতিমধ্যেই চাকরি করেন প্রায় ১ লক্ষ ২০ হাজার
করোনা সংক্রমণ কিছু সময়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই সময়টুকু ছাড়া গত কয়েক বছরে ভারতের অর্থনীতি এগিয়েছে। ডেলিভারির কাজ দেশের একটা বড় অংশের যুবকদের সামনে পছন্দের বিকল্প এবং নির্ভরযোগ্য আয়ের উৎস হয়ে উঠেছে।
সংস্থার লক্ষ্য হল আরও বেশি চাকরির সুযোগ তৈরি করা। সংস্থার তরফে তাদের মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই সংস্থায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার লোক কাজ করেন ডেলিভারি পার্টনার হিসেবে।
(Source: oneindia.com)