
Money Making Tips: নিজের শিল্প প্রতিভা মাটির থালায়, বাটিতে ফুটিয়ে তুলে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন এই কলেজ ছাত্রী। বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন বিশেষ বার্তা।
প্লেটে ছবি
পশ্চিম মেদিনীপুর: পড়াশোনার পাশাপাশি হাতের কাজ বানানোর শখ এই কলেজ ছাত্রীর। শিখেছে ছবি। পড়াশোনার অবসরে তাই বাড়িতে বসে পড়েন রং তুলি নিয়ে। কখনও মাটির থালা, বাটি, গেলাস কখনও আবার হাঁড়ি এসবের মধ্যেই বিভিন্ন ধরনের ডিজাইন ফুটিয়ে তুলে সে। কলেজ এবং অন্যান্য কাজের পর অবসরে সে বসে পড়ে এই ধরনের ছবি আঁকতে। শুধু তাই নয়, গ্রাহকদের পছন্দমত একাধিক ছবি ফুটিয়ে তোলেন নানা জিনিসে। নিখুঁত হাতে কাজের কারণে বিক্রিও রয়েছে বেশ। তাই অবসরে নানান জিনিস তৈরি করে পড়াশোনার পাশাপাশি নিজেও স্বনির্ভর হচ্ছে। অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা।
সৌখিনতার যুগে সৌখিন নানা জিনিস তৈরি করে মাসে মিলছে আয়। পড়াশুনার অবসরে শিল্প নিপুনতায় স্বনির্ভর হচ্ছেন এই কলেজ ছাত্রী। সৌখিনতার যুগে মাটির থালা, বাটি, গ্লাসের উপর বিভিন্ন ডিজাইনের প্রবণতা বেড়েছে। অন্নপ্রাশন হোক বা জন্মদিন অথবা বিয়ের তত্ত্বের জিনিসের উপর নানা ডিজাইন তৈরি এখনকার দিনে ফ্যাশন। এবার গ্রাহকদের সেই পছন্দের ডিজাইন ফুটিয়ে তুলে স্বনির্ভর হচ্ছেন এক কলেজ ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তাঁর স্বনির্ভর হওয়ার চিন্তা ভাবনা এবং তাঁর শিল্প নিপুণতা নজর কেড়েছে সকলের। শুধু তাই নয় অনলাইন এবং অফলাইন মাধ্যমেও বিক্রি রয়েছে বেশ। কয়েক বছর ধরে বিভিন্ন জিনিসের উপর রং তুলি দিয়ে ডিজাইন করে ফুটিয়ে তুলছেন নানা ছবি।
বর্তমানে ইতিহাস বিষয় নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করে এই ছাত্রী। বাড়ি পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। পড়াশোনা, নাচ এবং অন্যান্য কাজের পর বসে পড়ে রং তুলি নিয়ে। কলেজ ছাত্রী প্রতিমা বেরা। বাড়িতে আগে থেকেই আঁকাঝোঁকার পরিবেশ। কুমোর পরিবার হওয়ার কারণে মাটির বিভিন্ন জিনিস তৈরি কখনও আবার দিওয়ালি পুতুল তৈরি দেখেছে সে। মা, বাবা, ঠাকুমাদের থেকে শেখা। বর্তমানে অবসরে পেশাগতভাবে এই কাজ করছে সে।মাটির থালা, বাটি, গ্লাস, বোতল এমনকি বিয়ের তত্ত্ব সাজানোর জন্য হাড়ি, ছোটকৌটোতে বিভিন্ন ডিজাইন এঁকে দিচ্ছেন তিনি।
দামও রয়েছে গ্রাহকদের সাধ্যের মধ্যে। দেড়’শ টাকা থেকে শুরু সেট। এছাড়াও গ্রাহকদের পছন্দমত ডিজাইন কাস্টমাইজও করে দেন তিনি। পড়ার অবসরে চলে তার এই হাতের কাজ। মাসে বেশ কয়েকটা অর্ডার আসছে, তার থেকেই মেলে হাত খরচ। স্বাভাবিকভাবে নিজের শিল্প প্রতিভা মাটির থালায়, বাটিতে ফুটিয়ে তুলে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন এই কলেজ ছাত্রী। বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন বিশেষ বার্তা।
রঞ্জন চন্দ
(Feed Source: news18.com)