Money Making Tips: কাস্টমাইজ ডিজাইন করে মোটা টাকা রোজগার, স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন কলেজ ছাত্রী
Money Making Tips: নিজের শিল্প প্রতিভা মাটির থালায়, বাটিতে ফুটিয়ে তুলে স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন এই কলেজ ছাত্রী। বর্তমান যুব প্রজন্মকে দিচ্ছেন বিশেষ বার্তা। প্লেটে ছবি পশ্চিম মেদিনীপুর: পড়াশোনার পাশাপাশি হাতের কাজ বানানোর শখ এই কলেজ ছাত্রীর। শিখেছে ছবি। পড়াশোনার অবসরে তাই বাড়িতে বসে পড়েন রং তুলি নিয়ে। কখনও মাটির থালা, বাটি, গেলাস কখনও আবার হাঁড়ি এসবের মধ্যেই বিভিন্ন ধরনের ডিজাইন ফুটিয়ে তুলে সে। কলেজ এবং অন্যান্য কাজের পর অবসরে সে বসে পড়ে এই ধরনের ছবি আঁকতে। শুধু তাই…