রাষ্ট্রপতি শাসনেও অশান্তি অব্যাহত! মণিপুরে সারা রাজ্যে আফস্পা বাড়াল কেন্দ্র, জারি অরুণাচল, নাগাল্যান্ডেও

রাষ্ট্রপতি শাসনেও অশান্তি অব্যাহত! মণিপুরে সারা রাজ্যে আফস্পা বাড়াল কেন্দ্র, জারি অরুণাচল, নাগাল্যান্ডেও

Manipur: রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুরে। তা সত্ত্বেও অশান্তি অব্যাহত উত্তর পূর্বের এই রাজ্যে। এই পরিস্থিতিতে এবার মণিপুরে আফস্পার এলাকা এবং মেয়াদ বাড়াল কেন্দ্র।

মণিপুরে সারা রাজ্যে আফস্পা বাড়াল কেন্দ্র

ইম্ফল: রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে মণিপুরে। তা সত্ত্বেও অশান্তি অব্যাহত উত্তর পূর্বের এই রাজ্যে। এই পরিস্থিতিতে এবার মণিপুরে আফস্পার এলাকা এবং মেয়াদ বাড়াল কেন্দ্র। আগামী ৬ মাসের জন্য গোটা রাজ্যজুড়েই জারি থাকবে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন। কেবল মণিপুর নয়, উত্তর-পূর্বের আরও দুই রাজ্য নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের অংশ বিশেষেও আফস্পা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাঁচটি জেলার ১৩ টি থানা এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যেই আফস্পার মেয়াদ বৃদ্ধি হচ্ছে। এর মধ্যে কোনও কোনও জায়গায় নতুন করেও ওই আইন বলবৎ হচ্ছে।

প্রসঙ্গত, গত বছরের শেষেও মণিপুরে ছ’মাসের জন্য বর্ধিত হয়েছিল আফস্পা-র মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম-সহ ১৯টি থানা এলাকা বাদ দিয়ে বাকি রাজ্যে এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এ বার ১৩টি থানা বাদ দিয়ে গোটা রাজ্যে বলবৎ হল সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন। পরবর্তী ছ’মাসের জন্য সমগ্র মণিপুর রাজ্যকেই ‘অশান্ত অঞ্চল’ বলে অভিহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ১ এপ্রিল, ২০২৫ থেকে নতুন নির্দেশ কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে নিরাপত্তা বজায় রাখতে এবং বিদ্রোহী গোষ্ঠীগুলির কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ।