‘ট্রেন্ড সেট’ করছেন কাঞ্চন-শ্রীময়ী! নিজেদের কী বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক?

‘ট্রেন্ড সেট’ করছেন কাঞ্চন-শ্রীময়ী! নিজেদের কী বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক?

২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তাঁদের সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বিস্তর কটাক্ষ, ট্রোল সহ্য করেছেন দুজনেই। কিন্তু সেসবকে যে তাঁরা একেবারেই পাত্তা দেন না এদিন বোঝা গেল। উল্টে নিজেদের ‘ট্রেন্ড সেটার’ বলে দাবি করলেন এই তারকা জুটি।

কী ঘটেছে?

গত বছর যখন কাঞ্চন শ্রীময়ী আচমকাই ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে করে সকলকে তাক লাগিয়ে দেন তখন তাঁদের বয়সের বিস্তর ফারাক নিয়ে তুমুল চর্চা, বিদ্রূপ চলেছে। এরপর তাঁরা যখন সাতপাকে বাঁধা পড়েন বা তাঁদের সন্তান হয় তখনও তাঁদের কম ট্রোলের মুখে পড়তে হয়নি! হানিমুন তথা বেবিমুন থেকে যখন কাঞ্চন শ্রীময়ী নিজেদের নানা মুহূর্ত শেয়ার করেন সেই সময়ও হাসাহাসির ধুম পড়েছিল নেটমাধ্যমে। অনেকেই তাঁদের সম্পর্ককে ‘অবৈধ’ তকমা দেন। কিন্তু সেসবকে উপেক্ষা করে তাঁরা নিজেদের মতো থাকেন। এদিন কাঞ্চন শ্রীময়ী স্পষ্টই জানিয়ে দেন যতই তাঁদের ‘অবৈধ’ বলা হোক, আদতে তাঁরা ‘ট্রেন্ড সেটার’।

এদিন শহরের একটি ইভেন্টে এসে কাঞ্চন মল্লিককে স্ত্রীর বিষয়ে বলতে বলা হলে তিনি বলেন, ‘আমার স্ত্রী সব থেকে বেশি সুন্দর। সবসময় ভালো লাগে।’ অন্যদিকে বরের প্রশংসায় শ্রীময়ী বলেন, ‘আমার তো খুবই ভালো লাগে নইলে বিয়ে করতাম। এত অবৈধ অবৈধ বলা হল, এখন আমরা ট্রেন্ড সেটার।’

তিনি এদিন সাংবাদিকদের প্রশ্ন করে জানতে চান তাঁর সঙ্গে বিয়ের পর্বকাঞ্চনের গ্ল্যামার বেড়েছে কিনা? একই সঙ্গে জানান তাঁরও গ্ল্যামার বেড়েছে। কিন্তু সেটার জন্য দায়ী তাঁদের মেয়ে কৃষভি।

আরও পড়ুন: সায়ন্ত বিতর্কে ছিলেন পাশে, হঠাৎ কিরণকে নিয়ে দেবচন্দ্রিমা কেন বললেন, ‘একটু ইরিটেটিং, কিন্তু…’?

কিন্তু কেন নিজেদের ট্রেন্ড সেটার বললেন শ্রীময়ী? এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘তোমরাই তো বলো ট্রেন্ড সেটার, পাওয়ার কাপল। অসমবয়সী বিয়ে করেছিলাম আমরা। এখন বিভিন্ন অসমবয়সী সম্পর্ক নিয়ে সিনেমা হচ্ছে। তো আমরা ট্রেন্ড সেটার নই?’ অন্যদিকে কাঞ্চন বলেন, ‘আমরা সবসময়ই মার্ক (ছাপ) ফেলে যাচ্ছি। আমরা মার্কার।’

প্রসঙ্গত ২০২৪ সালের ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে এবং ২ মার্চ সাতপাকে বাঁধা পড়েন কাঞ্চন এবং শ্রীময়ী। সেই বছরই নভেম্বর মাসে ভূমিষ্ট হয় তাঁদের মেয়ে কৃষভি।

(Feed Source: hindustantimes.com)