অস্ট্রেলিয়া গিয়ে আইন ভাঙার অভিযোগ! ঈশ্বরের সামনে প্রার্থনায় মগ্ন নেহা কক্কর

অস্ট্রেলিয়া গিয়ে আইন ভাঙার অভিযোগ! ঈশ্বরের সামনে প্রার্থনায় মগ্ন নেহা কক্কর

কলকাতা: অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। নিজের মতো করে সাফাই দিলেও, নেহা কক্কর যে একেবারে বিতর্ক মুক্ত হয়ে গিয়েছেন, তা বলা চলে না। মেলবোর্নে শো করতে গিয়েছিলেন নেহা কক্কর (Neha Kakkar)। কিন্তু তিনি সময়ে মঞ্চে এসে উপস্থিত হননি। ৩ ঘণ্টা দেরি করে মঞ্চে আসেন নেহা। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে দর্শকাসন। নেহাকে দর্শকাসন থেকে বলা হয়, ‘হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। ‘ নেহাকে গো-ব্য়াক স্লোগান দেন দর্শকেরা। দর্শকদের ক্ষোভের মুখে পড়ে নেহা কেঁদে ফেলেন। তা দেখে দর্শকেরা বলে ওঠেন, ‘অভিনয়টা ভাল হচ্ছে, কিন্তু এটা ইন্ডিয়ান আইডলের মঞ্চ নয়।’ নেহা কিছুক্ষণের মধ্য়েই পরিস্থিতি সামলে ওঠেন। এরপরে কিছু গান গেয়ে মঞ্চ ছাড়েন তিনি।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়েন নেহা। অনেকেই বলেন, নেহার এইভাবে দেরি করা উচিত হয়নি। সোশ্যাল মিডিয়া যখন নেহার কান্নার ও দর্শকদের চিৎকারের ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, তখন মুখ খোলেন নেহা। বলেন যে, তাঁকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, সেই পরিস্থিতিতে দেরি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেউ একবারও তাঁকে প্রশ্ন করেনি কেন নেহার দেরি হয়েছে। দেরি হওয়ার কারণ বলতে গিয়ে, সমস্ত দায় আয়োজক সংস্থার ঘাড়েই চাপিয়েছিলেন নেহা। তিনি বলেছিলেন আয়োজক সংস্থা টাকা নিয়ে চম্পট দিয়েছিল, সেই কারণেই তিনি মেলবোর্নে বিনামূল্যে অনুষ্ঠান করেছেন। এখানেই শেষ নয়, নেহা আরও জানিয়েছিলেন যে, তাঁদের থাকবার জন্য ঘর, খাবার, জলটুকু পর্যন্ত দেওয়া হয়নি আয়োজক সংস্থার তরফ থেকে। বিনামূল্যে কাজ করতে হবে শুনে নাকি রাজিই ছিলেন না অনেকে। সবাইকে বুঝিয়ে, অনেক কষ্ট করে, সাউন্ড চেক করার পরে নেহা অবশেষে পারফর্ম করতে ওঠেন। এটাই তাঁর দেরি হওয়ার কারণ।

এরপরে এই ঘটনা নিয়ে মুখ খুলেছে নেহার অনুষ্ঠানের আয়োজক সংস্থা। তাঁদের দাবি একেবারেই উল্টো। তারা জানিয়েছেন, লাভ তো দূরঅস্ত, মেলবোর্নে নেহাকে শো করতে ডেকে বড় ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। মেলবোর্নে ওই অনুষ্ঠানের আয়োজক সংস্থা বিটস প্রোডাকশনের দাবি, নেহার জন্য ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। তাই টাকা পাওয়ার বদলে উল্টে গায়িকারই উচিত আয়োজকদের টাকা ফেরত দেওয়া। টাকা নিয়ে পালানোর অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়ে তাঁরা লাভ ক্ষতির হিসেব দিয়েছেন। দেখিয়েছেন, নেহার জন্য ঠিক কতটা ক্ষতির সম্মূখীন হয়েছেন তাঁরা। মেলবোর্নের ওই সংস্থার তরফ থেকে যে লাভ ক্ষতির হিসেব দেখানো হয়েছে, সেখানে নেহাকে ‘অপেশাদার’ তকমা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, নেহা এমন অনেক আচরণ করেছেন যা অস্ট্রেলিয়ায় নিয়ম বহির্ভূত। কেবল নেহা নয়, সিডনি এবং মেলবোর্নের ক্রাউন টাওয়ারে আয়োজক সংস্থাটিকেই নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই সংস্থা। কারণ, নিষেধাজ্ঞা সত্ত্বেও নেহা সেখানে ধূমপান করেছিলেন। অস্ট্রেলিয়ায় কঠোর ভাবে নিষিদ্ধ প্রকাশ্যে ধূমপান। নেহা অভিযোগ করেছিলেন আয়োজক সংস্থার তরফ থেকে তাঁদের কোনও কোনওরকমের ব্যবস্থা করা হয়নি। সেই অভিযোগ খারিজ করে আয়োজক সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নেহা বিমানবন্দরে নেমে আয়োজক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন ও তাঁদের সঙ্গে নিয়ে আসা গাড়িতে করেই যাচ্ছেন। আয়োজক সংস্থা জানিয়েছে, নেহাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও ছিল। প্রযোজনা সংস্থার দাবি, নেহাকে অনুষ্ঠান করতে দেখে তাঁরা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানো একেবারেই ভুল হয়েছিল বলে আক্ষেপ আয়োজকদের।

এরপরে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন নেহা কক্কর। গোলাপি সালোয়ার কামিজ পরে রয়েছেন তিনি। বসে রয়েছেন বাড়ির মন্দিরে। এই ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘সে আশীর্বাদধন্যা কারণ মা সবসময় তাঁর সঙ্গে রয়েছেন।’ এখানে সে বলতে নিজের কথাই বলতে চেয়েছেন নেহা। এই ছবি শেয়ার করে সবাইকে নেহা নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন।

নেহার অনুষ্ঠানের আয়োজক সংস্থা নেহার বিরুদ্ধে যে ভূরি ভূরি অভিযোগ করেছে তার কোনও উত্তর দেননি নেহা।

(Feed Source: abplive.com)