অস্ট্রেলিয়া গিয়ে আইন ভাঙার অভিযোগ! ঈশ্বরের সামনে প্রার্থনায় মগ্ন নেহা কক্কর
কলকাতা: অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। নিজের মতো করে সাফাই দিলেও, নেহা কক্কর যে একেবারে বিতর্ক মুক্ত হয়ে গিয়েছেন, তা বলা চলে না। মেলবোর্নে শো করতে গিয়েছিলেন নেহা কক্কর (Neha Kakkar)। কিন্তু তিনি সময়ে মঞ্চে এসে উপস্থিত হননি। ৩ ঘণ্টা দেরি করে মঞ্চে আসেন নেহা। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে দর্শকাসন। নেহাকে দর্শকাসন থেকে বলা হয়, ‘হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন। এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। ‘ নেহাকে গো-ব্য়াক স্লোগান দেন দর্শকেরা। দর্শকদের ক্ষোভের মুখে পড়ে নেহা কেঁদে…