Kiran Rao Hospitalised: হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে! হাসপাতালে কিরণ, হাতে বাঁধা পরিচয়ে উজ্জ্বল আমির খান! তবে কি ফের ঘরে ফেরা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছর ২০২৬-কে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন পুরোদমে, কিন্তু মাঝপথেই বাগড়া দিল শরীর। অ্যাপেন্ডিক্সের সমস্যার কারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয় পরিচালক কিরণ রাওকে (Kiran Rao)। মুম্বইয়ের স্যর এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। তবে সুস্থতার খবরের চেয়েও নেটিজেনদের নজর কেড়েছে কিরণের হাতের ‘হসপিটাল রিস্টব্যান্ড’টি। কিরণ তাঁর হাসপাতালের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেন। একটি ছবিতে তাঁর হাতে থাকা ব্যান্ডে স্পষ্টভাবে নাম লেখা ছিল— ‘কিরণ আমির রাও খান’। আর…

