মানসীর প্রশ্নবাণ, ইন্ডিয়ান আইডলের কো প্রতিযোগীকে প্লেব্যাকের অফার দিলেন করণ?
ইন্ডিয়ান আইডলের সেমি ফাইনাল এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন করণ জোহর। দেখা যায়, নিজস্ব ছন্দেই সমস্ত প্রতিযোগীদের নিয়ে একেবারে মাতিয়ে রেখেছিলেন করণ গোটা এপিসোড। তবে কলকাতার মেয়ে মানসী ঘোষ, নিজস্ব ঢঙে করণের সামনে প্রশ্নের ডালি উজার করতে চাইলে, নির্দেশ এসেছিল আগে সেমি ফাইনাল টপকাতে হবে তাঁকে। আর তাহলেই মানসীর করা প্রশ্নের উত্তর দেবেন করণ জোহর। এরপর দেখা যায় সেমি ফাইনালে টপ ৮ থেকে বাদ পড়েন রাগিনী শিন্ডে ও মিশমি বসু। মানে সেমি ফাইনালের গণ্ডি টপকে যায় মানসী। ব্যস, আর যায়…