‘কার্ল মার্ক্সের মূর্তি স্থাপন করব চেন্নাইতে,’ ঘোষণা এমকে স্ট্যালিনের

‘কার্ল মার্ক্সের মূর্তি স্থাপন করব চেন্নাইতে,’ ঘোষণা এমকে স্ট্যালিনের

দার্শনিক ও সোশ্য়ালিস্ট নেতা কার্লমার্ক্সের মূর্তি বসানো হবে চেন্নাইতে। তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন। এই চেন্নাই শহর শ্রমিক আন্দোলনের নানা ঘটনার সাক্ষী। আর সেই শহরেই এবার মার্ক্সের মূর্তি বসানোর উদ্যোগ। একাধিক রাজনৈতিক দল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। খবর এনডিটিভি সূত্রে।

তামিলনাড়ু রাজ্য বিধানসভায় এনিয়ে ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি জানিয়েছেন, সরকার মহান বিশ্ব নেতা কার্ল মার্ক্সের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে চায়। তিনি দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাবিদ ছিলেন, তাঁর বৈপ্লবিক আদর্শের ভিত্তিতে তৈরি কমিউনিজম। তিনি ডাক দিয়েছিলেন দুনিয়ার মজদুর এক হও।

মাদুরাইতে ২৪ তম ন্যাশানাল কংগ্রেস হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার( মার্ক্সিস্ট)।সেখানে এমকে স্ট্যালিনও যেতে পারেন। আর সেই কনফারেন্সের পটভূমিকায় এবার মার্ক্সের মূর্তি বসানোর উদ্যোগ।

এমকে স্ট্যালিন কার্ল মার্ক্সকে বিশ্বের ইতিহাসে অন্যতম বড় চিন্তাবিদ হিসাবে ব্যাখা করেন। গোটা বিশ্বজুড়ে একাধিক আন্দোলনের পেছনে তাঁর আদর্শ কাজ করেছিল।

তিনি বলেন, একটা সময় ছিল যখন কেউ ভারত নিয়ে লিখতেন না, সেই সময় কার্ল মার্ক্স এই দেশের বাস্তবতা নিয়ে নথিবদ্ধ করেছিলেন।

তিনি বলেন, ১৯৩১ সালে সমাজ সংস্কারক পেরিয়ার কমিউনিস্ট ম্যানিফেস্টোর অনুবাদ করেছিলেন। ফ্রেডরিক এঙ্গেলসের অনুবাদ করেছিলেন তামিল ভাষায়।

একাধিক রাজনৈতিক দল এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

সিপিএমের তামিলনাড়ু রাজ্য সম্পাদক পি শানমুগাম জানিয়েছেন, পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছিল যাতে মার্ক্সের একটা মূর্তি বসানো হয়। তাঁরা এই কাজে উদ্যোগ নেওয়ার জন্য স্ট্যালিনকে ধন্য়বাদ জানিয়েছেন। সিপিআইয়ের রাজ্য সম্পাদক আর মুথাসারন জানিয়েছেন সরকারের এই পদক্ষেপ ইতিহাসে একটা নজির হয়ে থাকবে। পিএমকে নেতা ডাঃ এস রামদোস এটাকে মার্ক্সের প্রতি শ্রদ্ধার্ঘ্য বলে উল্লেখ করেন।

সেই সঙ্গেই এমকে স্ট্যালিন ঘোষণা করেছেন যে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে প্রয়াক ফরওয়ার্ড ব্লক নেতা পিকে মুকিয়া থেভারের নামে একটা মেমোরিয়াল বিল্ডিং করা হবে মাদুরাইতে।

তিনি ফরওয়ার্ড ব্লকের ওই নেতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, থেভার পেরিয়াকুলাম বিধানসভা আসন থেকে ১৯৫২ সালে জিতেছিলেন। এরপর উসিলামপত্তি বিধানসভা থেকে ৫৭, ৬২,৬৭,৭১, ৭৭ সালে জিতেছিলেন। সেই সঙ্গে ১৯৭১ সালে তিনি রামানাথাপুরাম লোকসভা আসন থেকেও জিতেছিলেন। ১৯৬৭ সালে তামিলনাড়ুতে রাজনৈতিক উত্তোরণে ফরওয়ার্ড ব্লকের ওই নেতার ভূমিকার কথা উল্লেখ করেন।

(Feed Source: hindustantimes.com)