Federation vs Bidula Bhattacharya: বিদুলার কাজে বাধা দিতে পারবে না ফেডারেশন, তথ্য-সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ হাইকোর্টের!

Federation vs Bidula Bhattacharya: বিদুলার কাজে বাধা দিতে পারবে না ফেডারেশন, তথ্য-সংস্কৃতি সচিবকে তদন্তের নির্দেশ হাইকোর্টের!

অর্ণবাংশু নিয়োগী: ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) তথা ফেডারেশনের অকারণ হস্তক্ষেপের কারণে কাজ করতে না পারার অভিযোগ নিয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন পরিচালক বিদুলা ভট্টাচার্য। সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। দুদিন আগেই জানা যায় যে ফেডারেশনের বিরুদ্ধে এই লড়াইয়ে বিদুলার পাশে দাঁড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, ইন্দ্রনীল রায়চৌধুরী। এদিন আদালতে বিদুলার পাশাপাশি হাজির ছিলেন পরমব্রতও।

টালিগঞ্জ স্টুডিওপাড়ার অচলাবস্থায় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। চার সপ্তাহের মধ্যে তদন্ত করে সেই রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। আজ তথা বুধবার ৩ এপ্রিল থেকে আর অভিযুক্ত ইউনিয়ন কোনও মামলাকারির কাজে, পেশায় কোনওভাবে হস্তক্ষেপ করতে পারবে না, বলে জানান বিচারপতি।

কাজের সুস্থ পরিবেশ ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য, এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন পরিচালক। অবশেষে এই মামলায় ফেডারেশনের হস্তক্ষেপ বন্ধের নির্দেশ দিল আদালত, দিল তদন্তের নির্দেশও। ফেডারেশনের কিছু অলিখিত সিদ্ধান্ত এবং স্বেচ্ছাচারিতার জন্য কাজের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, এমনই অভিযোগ আনা হয়েছিল মামলায়। বিগত বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় অস্থিরতা চলছে। বৈঠক করেও সমস্যার সুরাহা না হওয়ায় এবার ফেডারেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে মাসখানেক আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিদুলা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেও মেটেনি ঝামেলা।

বিচারপতি সরকারি আইনজীবীর কাছে জানতে চান, কেন পরিচালকদের আনা অভিযোগ রাজ্য সরকার খতিয়ে দেখেননি। যদিও সরকারি আইনজীবীর কাছে এর কোনও সদুত্তর ছিল না। তিনি জানান, এবষয়ে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়নি। এবার তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

(Feed Source: zeenews.com)