#কলকাতা: আগামী সোমবারই পাকা সুখবরটা পাচ্ছেন ববিতা সরকার। শিলিগুড়ির লড়াকু ববিতা। হার না মানা, অদম্য জেদে দাঁতে দাঁত চেপে ৪ বছরের আইনি লড়াই চালানো ববিতা। সোমবার দুপুরে স্কুল শিক্ষিকা হিসেবে নিয়োগ সুপারিশপত্র পাচ্ছেন ববিতা সরকার। ওইদিন স্কুল সার্ভিস কমিশনের অফিসে ডেকে পাঠানো হয়েছে ববিতাকে।
হাইকোর্টের নির্দেশ মেনে রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা পদের জন্য ববিতাকে সুপারিশপত্র দিচ্ছে কমিশন। ইন্দিরা গার্লস হাইস্কুলের জন্য সুপারিশপত্র ২৭ জুনের মধ্যে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর জায়গায় ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সোমবার দুপুর একটা নাগাদ ১০ কপি ছবি সহ ববিতাকে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফে। ববিতা সরকারের আইনজীবী ফিরদৌস শামিম জানান, ‘হাইকোর্টের নির্দেশ মতো ২৭ জুনের মধ্যেই ববিতাকে সুপারিশ পত্র দিতে চায় সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। যেহেতু শনিবার, রবিবার ছুটির দিন তাই কমিশন আইনজীবী সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।সোমবার দুপুরেই নিয়োগ সুপারিশপত্র দেওয়া হবে বলে আশা করছি।’
ববিতা সরকার জানান, ‘আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। সোমবার আমরা কমিশন অফিস যাবো।’ ইন্দিরা গার্লস হাইস্কুলের পড়ুয়াদের উদ্দেশে তাঁর বার্তা, ‘রাষ্ট্র বিজ্ঞান পড়ার প্রয়োজন কেন, সেটাই প্রথমে ওদের বোঝাবো। একজন ভারতের নাগরিকের সংবিধানের খোঁজ খবর রাখা প্রয়োজন। রাষ্ট্রের নীতি জানাও জরুরি। রাষ্ট্র বিজ্ঞান অনুধাবনের চেষ্টা থাকবে আমার।’
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে আরও জানান, মন্ত্রী কন্যার নেওয়া বেতনও পাবেন ববিতা। প্রথম কিস্তিতে মন্ত্রী কন্যার ফেরত দেওয়া বেতনের ৭,৯৬,৪২২ টাকা পাবেন ববিতা সরকার। শিলিগুড়ি বাসিন্দা ববিতা ও তাঁর স্বামী সঞ্জয় সাফ জানাচ্ছেন, হাইকোর্টের নির্দেশে পাওয়া টাকা কোনও সামাজিক কাজে দিয়ে দেবেন। স্কুলে পরিশ্রম না করে ওই টাকা হাইকোর্টের নির্দেশে পেলেও তা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। পরপর নিয়োগ প্রক্রিয়ায় প্রশ্নে জর্জরিত এসএসসি। ববিতা সরকার নিয়োগ নিয়ে আর দেরি করতে চায়না কমিশন। হাইকোর্টের নির্দেশ মেনেই তাই সুপারিশ পত্র প্রদান বলে সূত্রের খবর।