‘শুভেন্দুকে গ্রেফতার করতে হবে!’ ঘুঁটি সাজানো শুরু করে দিল তৃণমূল, বড় পরিকল্পনা

‘শুভেন্দুকে গ্রেফতার করতে হবে!’ ঘুঁটি সাজানো শুরু করে দিল তৃণমূল, বড় পরিকল্পনা

এবার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব তৃণমূল। তবে এবার আর শুধু চার দেওয়ালের মধ্যে দাবি তোলা নয়, রাজপথে প্রতিবাদ কর্মসূচি করে শুভেন্দুর গ্রেফতারির দাবি তুলবে তৃণমূল। এমনটাই খবর ঘাসফুল শিবির সূত্রে। সোমবার এনিয়ে প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। পাশাপাশি মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধিদল এনিয়ে রাজ্যপালের সঙ্গেও দেখা করতে পারে। মূলত সারদা কেলেঙ্কারিতে শুভেন্দুকে গ্রেফতারের দাবি তুলছে তৃণমূল।

সম্প্রতি প্রিজন ভ্যানে ওঠার মুখে সারদা কর্তা সুদীপ্ত সেন মুখ খুলেছিলেন শুভেন্দুর বিরুদ্ধে। আর তারপর থেকেই বিরোধী দলনেতার বিরুদ্ধে আরও সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। সূত্রের খবর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারে।

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসের  বাইরে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হবে। কন্টাই ও হলদিয়াতেও প্রতিবাদ কর্মসূচি হবে।

তৃণমূলের অপর মুখপাত্র তাপস রায় জানিয়েছেন, যদি সিবিআই নিজেদের নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বলে উল্লেখ করে তবে তাদের উচিত শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা। সুদীপ্ত সেন শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছেন।কীভাবে তিনি ব্ল্য়াক মেলিং করতেন সেকথা উল্লেখ করেছেন।এতসব সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না?

তবে এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসেও সুদীপ্ত সেন একই ধরনের চিঠি লিখেছিলেন সেখানেও তিনি অভিযোগ করেছিলেন বিজেপি, সিপিএম, কংগ্রেস নেতাদের তিনি কোটি কোটি টাকা দিয়েছেন।

(Source: hindustantimes.com)