নিজস্ব প্রতিবেদন: ক্রিকেটের মক্কায় ভারতের সূর্যোদয়। তিরাশিতে ভারতের বিশ্বজয়ের পর ৩৯ বছর পার। ‘কেউ বিশ্বাস করতে পারেননি ভারত বিশ্বকাপ জিততে পারে’, জি ২৪ ঘণ্টার এডিটর গৌতম ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় বললেন প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা।
তিরাশিতে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। দলে ছিলেন অশোক মালহোত্রা। বার্বিসে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হারায় ভারত। ম্যাচে ৯০ রানে একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন গাভাসকর। মাত্র ৩৮ বলে ৭২ রান করেছিলেন কপিল।
কেমন ছিল সেই ম্যাচ? জি ২৪ ঘণ্টার ‘৪০-এ পা তিরাশির’ অনুষ্ঠানে অশোক মালহোত্রা বলেন, ‘১৯৮৩-র যে বিশ্বকাপ জয়, তার ভিত তৈরি হয়েছিল বার্বিসে। গাভাসকর অসাধারণ ৯০ করল। কপিলও দারুণ খেলল। কারও বিশ্বাসই ছিল না যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারি। ওই ম্যাচ থেকে বিশ্বাসটা তৈরি হল যে, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারি। আমরা জিততে পারি’। তাঁর স্মৃতিতে ধরা দিল, ‘সেদিন দোল ছিল। গয়নার প্রচুর ভারতীয় আছে। আমার দোল খেললাম। হেলিকপ্টার করে মাঠে নামলাম। তারপর খেলা শুরু হল। কপিল বলেছিল, ম্য়াচ তো জিতে গিয়েছি। এখন কী হবে? এরপর ওয়েস্ট ইন্ডিজ কী করবে, সেটা তখন চিন্তার বিষয় ছিল’।
তিরাশির বিশ্বকাপে খেলেননি। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে তো বটেই, বিশ্বকাপের পরে ভারতে খেলতে এসেছিল ক্লাইভ লয়েট, ভিভি রিচার্ডরা। সেই ‘Revenge Series’-এ জাতীয় দলের হয়ে খেলেছেন অশোক মালহোদ্রা। ‘কপিলস ডেভিলস’-র (Kapils Devils) সদস্যদের খুব কাছ থেকে দেখেছেন। তখন বলা হত, সন্ধে ৬টার পর নাকি পাল্টে যেত সন্দীপ পাতিলের হাঁটা! এটা কি সত্যি? অশোক মালহোত্রা জানালেন, ‘বোহেমিয়ান ছিল। ও, রবি (রবি শাস্ত্রী) জীবনটাকে দারুণ উপভোগ করত। সবার থেকে আলাদা ছিল। টিমে এরকম চরিত্রের দরকার হয়’।
(Source: zeenews.com)