ভোট শুরু নিহত কাউন্সিলর তপন কান্দু ও অনুপম দত্তের কেন্দ্রে, লম্বা লাইন পানিহাটি-ঝালদায়

ভোট শুরু নিহত কাউন্সিলর তপন কান্দু ও অনুপম দত্তের কেন্দ্রে, লম্বা লাইন পানিহাটি-ঝালদায়

রবিবার পুরুলিয়ার ঝালদা এবং উত্তর ২৪ পরগণার পানিহাটিতে উপনির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঝালদার ২ ওয়ার্ড জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু এবং পানিহাটি-র ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের জোড়া খুনের পর ওই দুই জায়গায় উপনির্বাচন এদিন নির্দিষ্ট সময়েই শুরু হয়েছে।ঝালদায় এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই আরেক ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়বেন জগন্নাথ রজক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস। পানিহাটিতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।

আরও পড়ুন

ঝালদায় এবার তপনের ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তাঁরই আরেক ভাইপো মিঠুন কান্দু। তাঁকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশচন্দ্র দাস। ঝালদায় উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়ছেন জগন্নাথ রজক এবং পানিহাটিতে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত।উল্লেখ্য, রবিবার মোট ৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ। এর মধ্যে দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। এই ৪টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। ঝালদার ২ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ায়, এই ২টি ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের সময় কোভিডের জেরে মৃত্যু হওয়ায় বাংলার একাধিক কেন্দ্রে ফের উপনির্বাচন হয়েছিল। কিন্তু এবার রোগ-ভোগে নয়, জোড়া হত্যাকাণ্ডের জেরে ফের ওই দুই ওয়ার্ডে এদিন ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই দুই স্পর্শকাতর হওয়ায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। প্রসঙ্গত, পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে উত্তাল হয় রাজ্য-রাজনীতি। আদালতের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। এদিকে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনেও তদন্ত চলে। তবে জয়ী দুই নিহত কাউন্সিলরের হত্যা মামলার পাশাপাশিই এদিন উপনির্বাচন ওই দুই কেন্দ্রে। যেহেতু খুনের মামলার তদন্তে ফোন কল রেকর্ড ফাঁসে কালি ছড়িয়েছে তৃণমূলে, তাই স্বাভাবিকভাবেই বিশেষ করে ঝালদায় নজর রাজনৈতিক মহলের।

(Source: abplive.com)