Sudeshna Roy: টেকনিশিয়ানদের অসহযোগিতায় হল না শুটিং, হতাশ সুদেষ্ণা ফেসবুক লাইভে জানালেন ক্ষোভ! প্রকাশ্যে ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব?

Sudeshna Roy: টেকনিশিয়ানদের অসহযোগিতায় হল না শুটিং, হতাশ সুদেষ্ণা ফেসবুক লাইভে জানালেন ক্ষোভ! প্রকাশ্যে ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব?

আচমকাই থমকে গেল পরিচালক সুদেষ্ণা রায়ের নতুন ছবির শুটিং । সুদেষ্ণার অভিযোগের আঙুল টেকনিশিয়ানদের দিকে।

সুদেষ্ণা রায়

কলকাতা: আচমকাই থমকে গেল পরিচালক সুদেষ্ণা রায়ের নতুন ছবির শুটিং । সুদেষ্ণার অভিযোগের আঙুল টেকনিশিয়ানদের দিকে। পরিচালকের অভিযোগ, তিনি শুটিং স্পটে গিয়ে দেখেন সেখানে কোনও টেকনিশিয়ান এসে উপস্থিত হননি। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে এই কথা জানান তিনি।