Rappa Roy Comics in Cinema: রাপ্পা রায়ের পোস্টারে বাদ স্রষ্টার নাম! নেটপাড়ায় তুলকালাম হতেই ক্ষমা প্রার্থনা প্রযোজনা সংস্থার…

Rappa Roy Comics in Cinema: রাপ্পা রায়ের পোস্টারে বাদ স্রষ্টার নাম! নেটপাড়ায় তুলকালাম হতেই ক্ষমা প্রার্থনা প্রযোজনা সংস্থার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায়, এই খবর সকলেরই জানা। ছবির নাম “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”, পরিচালনায় ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে ছবি, শ্যুটিংও শেষ। এরই মাঝে কাটল ছন্দ। বুধবার নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই দেখা গেল সেই পোস্টারে নেই স্রষ্টার নাম। নেটপাড়ায় নিজের ক্ষোভের কথা জানাতেই সুযোগ বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল তুলল গোটা নেটপাড়া।

পোস্টার শেয়ার করে সুযোগ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এটা বোধহয় সেই গল্পটা যেটা আমি লিখেছিলাম। নামটা তো একই ,আসলে পোস্টার এ নাম নেই বুঝতে পারছি না ঠিক।   যাই হোক ,ছবির সঙ্গে যুক্ত সকলকে আমার নববর্ষের শুভেচ্ছা’। এরপরেই ছবির অভিনেতা অভিনেত্রীরা যোগাযোগ করেন তাঁর সঙ্গে। সুযোগের পাশে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তিনিও এই ছবিতে অভিনয় করেছেন। নেটপাড়ায় প্রতিবাদের ঝড় উঠতেই রাপ্পা রায়ের জনকের কাছে ক্ষমা চায় প্রযোজনা সংস্থা।

প্রসঙ্গত, বড়পর্দায় রাপ্পা রায়ের চরিত্রে অভিনয় করছেন অর্পন ঘোষাল, আরেক মুখ্য চরিত্র ডলফিন হতে চলেছেন অলিভিয়া সরকার। প্রকাশ্যে রাপ্পার লুক। ছবির আরও  প্রধান চরিত্রে অভিনয় করছেন সৌরভ দাস, রাহুল অরুনোদয় ব্যানার্জি, দেবাশীষ মন্ডল,দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক ব্যানার্জি, সুজন মুখার্জি, চান্দ্রেয়ী ঘোষ, লিজা গোস্বামী, পুষান দাস, সব্যসাচী চৌধুরী ও অন্যান্যরা। ক্রাইম, কমেডি, ফ্যান্টাসি সবকিছু নিয়ে এই ছবি ” রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”। ছবির সিনেমাটোগ্রাফি করছেন অনুজিৎ কুন্ডু, মিউজিকের দায়িত্বে সমিধ মুখার্জি। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরে ও কলকাতার বাইরে।

(Feed Source: zeenews.com)