Rappa Roy Comics in Cinema: রাপ্পা রায়ের পোস্টারে বাদ স্রষ্টার নাম! নেটপাড়ায় তুলকালাম হতেই ক্ষমা প্রার্থনা প্রযোজনা সংস্থার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক চরিত্র রাপ্পা রায়, এই খবর সকলেরই জানা। ছবির নাম “রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম”, পরিচালনায় ধীমান বর্মন। একগুচ্ছ স্টার কাস্ট নিয়ে ছবি, শ্যুটিংও শেষ। এরই মাঝে কাটল ছন্দ। বুধবার নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই দেখা গেল সেই পোস্টারে নেই স্রষ্টার নাম। নেটপাড়ায় নিজের ক্ষোভের কথা জানাতেই সুযোগ বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল তুলল গোটা নেটপাড়া। পোস্টার শেয়ার করে সুযোগ বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এটা বোধহয় সেই গল্পটা যেটা আমি লিখেছিলাম। নামটা তো…

