
কী এই ৬ রকম ডেট, জেনে নিন
১. স্ক্রিনিং ডেট
স্ক্রিনিং মানে এখানে চুলচেরা বিশ্লেষণ নয়, স্রেফ কথা বলার জায়গা তৈরি হচ্ছে কি না, সেটাই বোঝা! ধরা যাক কোনও কাফে, সেখানে বসে হালকাভাবেই কথা বলতে বলতে কথা চালিয়ে যাওয়ার তাগিদ তৈরি হল, একটুও বোর লাগল না। হাতে একটা আইসক্রিম নিয়ে কোথাও হাঁটতেও হাঁটতেও তা হতে পারে। হলে, দ্বিতীয় ডেটের কথা ভাবা যায়।
২. ভাইবি ডেট
ভাইব হল গিয়ে মানসিক আদানপ্রদানের তরঙ্গ। স্ক্রিনিং ডেটে একটা কমফর্ট জোন তৈরি হয়েছে, এবার দেখার ভাইব ম্যাচ করছে কি না! এক্ষেত্রে হালকা কোনও জায়গা বেছে নেওয়া উচিত হবে। যদি দেখা যায়, একে অপরের কথায় মজা লাগছে, দুজনেই পরস্পরকে বুঝতে পারছেন, তাহলে তিন নম্বর ডেটের পালা!
৩. ডিনার ডেট
বেশ গুরুত্বপূর্ণ, এটা যাচাই করার অপরজনের সামাজিক বোধ কতটা ঠিকঠাক! রেস্তোরাঁর লোকেদের সঙ্গে অপরজনের ব্যবহার কেমন, টেবল ম্যান্র্স আছে কি নেই, কী খেতে ভালবাসেন- এই সব কিছুর মধ্যে দিয়ে তাঁর ভাবমূর্তি স্পষ্ট হবে। হয় ডেটিং এখানেই শেষ, পরীক্ষায় উতরে গেলে ৪ নম্বরে যেতে হবে।
৪. অ্যাক্টিভিটি ডেট
গলফ, ডার্ট বা এ রকম কোনও হালকা খেলাধুলোর মধ্যে এবার নিজেদের রাখার পালা! অপরজন কতটা পরিশ্রমী, টার্গেট ওরিয়েন্টেড তা বোঝা যাবে। সঙ্গে দুজনে মিলে কিছু করতে ভাল লাগছে কি না তাও নিজের কাছে স্পষ্ট হবে। হলে, ৫ নম্বর ডেট পরিকল্পনা করা উচিত!
৫. এডুকেশনাল ডেট
না, না, পড়াশোনা নিয়ে বসতে হবে না! একবেলার কুকিং ক্লাস, মিউজিয়ামে যাওয়া এরকম কিছু করতে হবে। এতে ইন্টেলেকচুয়াল বন্ডিংয়ের সুযোগ আছে কি না সম্পর্কে, তা স্পষ্ট হয়ে যাবে। এটাই কিন্তু সফল সম্পর্কের আসল জিনিস!
৬. সোশ্যাল সার্কল ডেট
সবশেষে, নিজের বৃত্তে, বন্ধুদের মধ্যে তাঁকে নিয়ে আসা! আগের ৫ ডেট শুধু একে অপরের সঙ্গে কেটেছে, এবার দেখার সামাজিক স্তরে তিনি ঠিক কী রকম! জমে গেলে বুঝতে হবে এত দিন ধরে যাঁর খোঁজ চলছিল, তিনিই সেই মানুষ!
