Relationship: কেমন সঙ্গী আপনার জন্য পারফেক্ট? ছরকম ডেটই বলে দেবে অপরজনের সঙ্গে সম্পর্কে যাওয়া যায় কি না
কী এই ৬ রকম ডেট, জেনে নিন ১. স্ক্রিনিং ডেট স্ক্রিনিং মানে এখানে চুলচেরা বিশ্লেষণ নয়, স্রেফ কথা বলার জায়গা তৈরি হচ্ছে কি না, সেটাই বোঝা! ধরা যাক কোনও কাফে, সেখানে বসে হালকাভাবেই কথা বলতে বলতে কথা চালিয়ে যাওয়ার তাগিদ তৈরি হল, একটুও বোর লাগল না। হাতে একটা আইসক্রিম নিয়ে কোথাও হাঁটতেও হাঁটতেও তা হতে পারে। হলে, দ্বিতীয় ডেটের কথা ভাবা যায়। ২. ভাইবি ডেট ভাইব হল গিয়ে মানসিক আদানপ্রদানের তরঙ্গ। স্ক্রিনিং ডেটে একটা কমফর্ট জোন তৈরি হয়েছে, এবার…



