
নয়াদিল্লি: নয় নয় করে ন’বছর পার হয়ে গিয়েছে। পাকিস্তানের জেলে এখনও বন্দি কুলভূষণ জাধব। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তাঁকে আবেদনের সুযোগ দিতে নারাজ পাকিস্তান সরকার। বুধবার দেশের সুপ্রিম কোর্টে সেই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা। অর্থাৎ কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়ে, রায় পুনর্বিবেচনার যে নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক ন্যায় আদালত, তা পাকিস্তান মানছে না বলে স্পষ্ট হয়ে গেল আরও একবার। (Kulbhushan Jadhav)
বুধবার পাকিস্তান সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সংযুক্ত একটি মামলার শুনানি চলছিল। ইমরানের গ্রেফতারির বিরুদ্ধে ২০২৩ সালের মে মাসে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল পাকিস্তান। সেই বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ওই ব্যক্তির আইনজীবী কুলভূষণের প্রসঙ্গ টানেন। ভারতীয় নাগরিক কুলভূষণ যেখানে আবেদনের অধিকার পাচ্ছেন, একজন পাকিস্তানি নাগরিককে সেই সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। (Pakistan News)
কুলভূষণের প্রসঙ্গ উঠলে সাফাই দিতে এগিয়ে যান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের আইনজীবী খোয়াজা হ্যারিস আহমেদ। তিনি জানান, কুলভূষণকে শুধুমাত্র কন্স্যুলারের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। আবেদন জানানোর অনুমতি দেওয়া হয়নি। আর এই মন্তব্য নিয়েই নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। কারণ ২০১৯ সালেই ICJ কুলভূষণের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছিল এবং নতুন করে তাঁকে আবেদনের সুযোগ দিতে বলা হয়েছিল, যাতে মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনা করে দেখা যায়। আর তাতেই কুলভূষণকে নিয়ে ফের উদ্বেগ দেখা দিয়েছে।
কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আধিকারিক। সময়ের আগে অবসর নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ইরানের চবাহারে ব্য়বসা ছিল কুলভূষণের। অভিযোগ, ২০১৬ সালে সেখান থেকেই অপহরণ করা হয় তাঁকে। যদিও পাকিস্তানের দাবি, বালুচিস্তান থেকে গ্রেফতার করা হয় কুলভূষণকে, সেখানে সন্ত্রাসী কাজকর্মে যুক্ত ছিলেন তিনি। ভারতীয় গুপ্তচর সংস্থা RAW-র হয়ে চরবৃত্তির অভিযোগে কুলভূষণের বিরুদ্ধে। ২০১৭ সালে পাকিস্তানের সেনা আদালত কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। আদালতের সেই রায়ের তীব্র সমালোচনা করে ভারত। বিষয়টি আন্তর্জাতিক আদালতে উঠলে মৃত্যুদণ্ড স্থগিত হয়ে যায়। এই মুহূর্তে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন কুলভূষণ।
কুলভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ আগেই খারিজ করেছে ভারত। পাকিস্তানের সেনা আদালত যেভাবে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়, সেই গোটা প্রক্রিয়াকেই ভারত বিচারের নামে ‘প্রহসন’ বলে উল্লেখ করে। কুলভূষণের জন্য় ICJ-তে আবেদন জানিয়েছিল দিল্লি। সেখানে মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কুলভূষণকে নিয়ে পাকিস্তান যে ICJ-র নির্দেশ পালন করছে না, তা স্পষ্ট হয়ে গেল আবারও। এখনও দিল্লির তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
(Feed Source: abplive.com)
