Bangladesh: পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের…

Bangladesh: পাকিস্তানকে রক্ষা করতে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশের…

পিয়ালি মিত্র: ভারত (India) আক্রমণের হুঁশিয়ারি এবার বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন সেনাকর্তার! ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্য দখলের হুঁশিয়ারি বাংলাদেশ রাইফেলের (বর্তমান বিজিবি) প্রাক্তন ডিজি আলম ফজলুর রহমানের। বর্তমানে বাংলাদেশের ইনডিপেনডেন্ট এনকোয়ারি কমিশনের চেয়ারপারসন পদে রয়েছেন এই আলম ফজলুর রহমান। সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্টে তিনি লিখেছেন, “ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিৎ হবে উত্তর পূর্ব  ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি।”

নিজের পোস্টে তিনি আরও লিখেছেন, “যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন! তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে… এটা একটা স্ট্রাটেজিক বিষয়। পারস্পরিক নির্ভরতার বিষয়। যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে তবে চীনের সঙ্গে মিলে ভারতের উত্তর পূর্ব সাত রাজ্যকে দখলে নেওয়া এটা ভারতের পাকিস্তান আক্রমণের রিজিওনাল ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যাতে ভারত পাকিস্তান আক্রমণ করতে উৎসাহিত না হয়।”

পোস্টে লেখা, “এই উপমহাদেশে মূলত দুটি মুসলমান দেশ পাকিস্তান ও বাংলাদেশ। মালদ্বীপ এতো ছোট আর সামরিক ভাবে দুর্বল যে ভারতে মুসলমানদের স্বার্থরক্ষার কোনও দায়িত্ব মালদ্বীপ পালন করতে পারবে না। তাহলে ভারতে মুসলমানদের জান এবং মাল রক্ষার মূল দায়িত্ব পালন করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে।” এমনকি পহেলগাঁও হামলা নিয়েও তিনি দুষেছেন ভারতকে।

পহেলগাঁও হামলা নিয়ে তাঁর দাবি, “এবারে নরেন্দ্র মোদী সরকার পহেলগাঁওয়ে নিজেরা পর্যটকদের হত্যা করে পাকিস্তানের উপরে দোষ চাপিয়ে পাকিস্তান আক্রমণ করে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যদি ভারত পাকিস্তানকে ধ্বংস করতে সক্ষম হয় তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারতের হুমকি কি পরিমাণ বৃদ্ধি পাবে কল্পনা করতে পারেন! তাই পাকিস্তানকে সামরিকভাবে রক্ষা করা এখন আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য হয়ে পড়েছে।” এই পোস্ট সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে।

(Feed Source: zeenews.com)