বর্তমানে ১১ ম্যাচে ১৪ নিয়ে শীর্ষে মুম্বই (রানরেটের নিরিখে), ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আরসিবি, ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় পঞ্জাব, ৯ ম্যাচে ১২ পয়েন্ট চতুর্থ গুজাত, ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম দিল্লি, ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ লখনউ, ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম কেকেআর। আর ১১ ম্যাচে ৬, ৯ ম্য়াচে ৬, ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম রাজস্থান, নবম হায়দ্রাবাদ, দশম সিএসকে।