Corona Update: ফের লাফিয়ে বাড়ছে করোনা, দেশে ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক সংক্রমণ গ্রাফ

Corona Update: ফের লাফিয়ে বাড়ছে করোনা, দেশে ঊর্ধ্বমুখী কোভিডের দৈনিক সংক্রমণ গ্রাফ

নিজস্ব প্রতিবেদন: উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। একদিনে প্রায় ৪৫ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ। তবে স্বস্তি বাড়িয়ে সপ্তাহের শুরুতে সামান্য বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ০২০ জনের।

দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৪  হাজার ৪২০। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা একদিনে বেড়েছে প্রায় ১৮৪৪। শতাংশের নিরিখে ০.২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ২০৮ জন। দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। মৃত্যু হার ১.২১ শতাংশ। এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৫ হাজার ২০ জন।

তবে দেশে জারি রয়েছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৪৯ হাজার ৬৪৬ কোভিড ডোজ দেওয়া হয়েছে। যদিও রবিবার সেই সংখ্যা ছিল কিছুটা বেশি৷ গতকাল ৩ লক্ষ ৩ হাজার ৬০৪কোভিড ডোজ দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানা যাচ্ছে৷

(Source: zeenews.com)