করোনা-শঙ্কায় উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর,জিনগত পরীক্ষায় জোরের বার্তা, মাস্ক পরার পরামর্শ
বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, নয়াদিল্লি ও কলকাতা : চিন-সহ একাধিক দেশে ফের করোনার বাড়বাড়ন্তের মধ্যেই আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। জিনগত পরীক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দিলেন মাস্ক পরার পরামর্শ। পরিস্থিতির ওপর নজর রয়েছে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7 বড়দিনের প্রাক্কালে চিন, সাউথ কোরিয়া, জাপান-সহ একাধিক দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7। সামনে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চমকে দেওয়া সাপ্তাহিক রিপোর্ট। যেখানে বলা হয়েছে, শুধুমাত্র চিনেই করোনায় মৃত্যু…