‘‌২০২৬-এ শিশিরকে মুখ্যমন্ত্রী করে দেখান’‌, শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়লেন সায়নী

‘‌২০২৬-এ শিশিরকে মুখ্যমন্ত্রী করে দেখান’‌, শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়লেন সায়নী

‌এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। ২০২৬ সালে শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে মুখ্যমন্ত্রী করে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সায়নী।

এদিন সল্টেলেকে সিজিও কমপ্লেক্সের বিপরীতে সিবিআই ও ইডির নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন সায়নী ঘোষ। সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সায়নী ঘোষ জানান, ‘‌আপনি বলেছেন তো মমতাকে মুখ্যমন্ত্রী করেছেন। তাহলে ২০২৬ সালে শিশিরকে মুখ্যমন্ত্রী করে দেখান। চ্যালেঞ্জ ছুড়ছি।’‌ এই প্রসঙ্গে বলতে গিয়ে সায়নী জানান, ‘‌একদিকে মুখ্যমন্ত্রী যখন চেষ্টা করছেন কীভাবে বাংলাকে নতুন করে তৈরি করা যায়, তখন অন্যদিকে মীরজাফরের দল বাংলার উন্নয়নকে স্তব্ধ করার চেষ্টা করছে।’‌ তিনি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে জানান, ‘‌২০২১ সালে হেলিকপ্টার দেখে, পাঁচতারা হোটেল দেখে গদ্দাররা ভেবেছিল, এটাই তো পথ। এটাই তো এগিয়ে যাবে। তারা নিজেদেরকে ভাবী মুখ্যমন্ত্রী বা ভাবী ক্যাবিনেট মন্ত্রী ভাবতে শুরু করেছিল। কিন্তু বাংলার মানুষ তাঁদের ভ্রান্ত ধারনাকে বাদ দিয়েছে। বাংলা মানুষ বুঝিয়ে দিয়েছে, মীরজাফর মীরজাফরই থাকতে পারে। মুখ্যমন্ত্রী হতে পারেন না।’‌ একই সঙ্গে তিনি জানান, ‘‌ওনাকে লিডার অফ অপজিশান না, লিডার অফ গদ্দারই বলব। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে লোডশেডিং করে ওনাকে জিততে হল। আর এখন লোডশেডিং এমএলএ হয়ে হাতে হ্যারিকেন নিয়ে দরজায় দরজায় ঘুরছেন। আর মানুষ ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে।’‌

একই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছেন সায়নী। একইসঙ্গে দলের মধ্যে ঘুণ পোকার কাজ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে তিনি শুভেন্দুকে নিশানা করে সায়নী জানান, ‘‌খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীও জামানত বাজেয়াপ্ত হবে।’‌ পাশাপাশি সিবিআই আধিকারিকদের উদ্দেশ্য করে সায়নী জানান, ‘‌যাকে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেছে, সেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। যদি না করেন, তাহলে বুঝতে হবে যেদিন শুভেন্দু অধিকারী বিজেপির ওয়াশিং মেশিং থেকে বেরিয়ে বলে‌ছিলেন, রং দে মোহে গেরুয়া, সেদিন থেকে আপনাদের মনও ঘুরে গিয়েছে।’‌ এদিনের বিক্ষোভ সমাবেশে সায়নী ছাড়াও বক্তব্য রাখেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, বাবুল সুপ্রিয়, কুণাল ঘোষ-সহ আরও অনেকে।

(Source: hindustantimes.com)