
‘ফ্রেশ স্ট্রিম’-এর সুবিধা:
- আগের বিভাগ (বিজ্ঞান, কলা বা বাণিজ্য) বিবেচ্য হবে না।
- পড়ুয়ারা নিজের পছন্দমতো নতুন বিভাগ বা বিষয় বেছে নিতে পারবে।
কারা এই সুযোগ পাবেন:
- দ্বিতীয় সেমেস্টারে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা
- পুরোনো সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণি পাশ করলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দেওয়া বা টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা
- যারা একাদশ শ্রেণি পর্যন্ত পড়ে মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন
এই সমস্ত পড়ুয়ারা চাইলে নতুন সিলেবাস ও সেমেস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন এবং নতুন বিষয় নির্বাচন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
- আবেদন গ্রহণের সময়সীমা: ২ জুন থেকে ৩০ জুন, ২০২৫ পর্যন্ত
- পদ্ধতি: অনলাইন আবেদন
পুরোনো সিলেবাসের পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা:
- যাঁরা পুরোনো সিলেবাসে দু’টির বেশি বিষয়ে ফেল করেছেন, তাঁদের ‘কন্টিনিউয়িং ক্যান্ডিডেট’ (CC) হিসাবে গণ্য করা হবে
- এক বা দু’টি বিষয়ে ফেল করলে, ‘স্পেশাল ক্যান্ডিডেট’ হিসেবে চিহ্নিত হবেন
- এঁরাও চাইলে মাইগ্রেশনের মাধ্যমে সেমেস্টার পদ্ধতিতে নতুন সিলেবাসে তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে পরীক্ষা দিতে পারবেন
উচ্চ মাধ্যমিক স্তরে অনুত্তীর্ণ হয়েও সেমেস্টার পদ্ধতিতে নতুন করে পড়ার সুযোগ। (Representative Image: AI)
এই ক্যাটেগরির পরীক্ষার্থীদের জন্য ২৫ এপ্রিল থেকে ২৫ মে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। সেই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার পথ আটকে না গিয়ে তা যেন নতুনভাবে শুরু করা যায়, সেই উদ্দেশ্যেই কিছু নিয়মে শিথিলতা আনা হয়েছে। এই সিদ্ধান্ত বহু পিছিয়ে পড়া পড়ুয়ার কাছে এক নতুন আশার আলো হয়ে উঠেছে।
(Feed Source: news18.com)
