Eoin Morgan Retirement: কেন ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক? জেনে নিন

Eoin Morgan Retirement: কেন ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক? জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরেই রানের খরা চলছে। ফিটনেসও ভাল নয়। তাই এ বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর ভাবনাচিন্তা করছেন ইংল্যান্ডের (England) বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছে ইংল্যান্ড। সেখানে সিরিজ ইংল্যান্ড জিতলেও ব্যাটার হিসেবে মর্গ্যান একেবারে ব্যর্থ। প্রথম দুই ম্যাচে খালি হাতে প্যাভিলিয়নে ফিরেছেন। আর তৃতীয় ম্যাচের আগে কুঁচকির চোটের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এখন শোনা যাচ্ছে ভারতের বিরুদ্ধে (ENG vs IND) সীমিত ওভারের সিরিজে মাঠে নামার আগে মঙ্গলবারই সম্ভবত বাইশ গজকে চিরতরে বিদায় জানাতে পারেন ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক (ICC 2019 World Cup)।

২০১৯ সালে প্রথমবার ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। মর্গ্যানের নেতৃত্বেই খেতাব ঘরে তুলেছিল ব্রিটিশরা। টেস্ট ক্রিকেটে দীর্ঘ কয়েক বছর ধরে তিনি খেলেন না। তবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও একদিনের দলের অধিনায়ক ছিলেন। কিন্তু দেশের জার্সিতে শেষ ২৮টি ম্যাচে মাত্র দুটি অর্ধ শতরান করেছেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া ফিটনেসও তাঁর সঙ্গ দিচ্ছে না অনেক দিন ধরেই।

কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে মর্গ্যান আগে বলেছিলেন, “আমি যদি মনে করি দলের জন্য অবদান রাখতে পারছি না বা যদি মনে হয় ভাল পারফরম্যান্স করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তা হলে আমি সেখানেই কেরিয়ারে ইতি টেনে দেব।”

মর্গ্যান যদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তবে ইংল্যান্ডের জাতীয় দলের সাদা বলের ফরম্যাটে অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন জস বাটলার। ২০১৫ সাল থেকে দলের সহ অধিনায়ক হিসেবে রয়েছেন তিনি। এছাড়াও মর্গ্যানের অনুপস্থিতিতে ১৩টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন দলকে। নেতৃত্বের ব্যাটন পাওয়ার দৌড়ে রয়েছেন মঈন আলিও। কিন্তু বাটলারের সম্ভাবনাই বেশি।