কাজ শুধু মুখ দেখানো, বিনিময়ে কর্পোরেট ফেসিলিটি, Chief Happiness Officer-এর চাকরি পেল চারপেয়ে

কাজ শুধু মুখ দেখানো, বিনিময়ে কর্পোরেট ফেসিলিটি, Chief Happiness Officer-এর চাকরি পেল চারপেয়ে

হায়দরাবাদ: ইন্টারনেটের দৌলতে হাতের মুঠোয় দুনিয়া। কিন্তু বুকের ভিতর ক্রমশ বেড়েছে শূন্যতা। মনের খবর রাখার রাখার মতো আর কেউ নেই চারপাশে। সারাদিন মুখ গুঁজে কাজ করার মধ্যেই তাই পরিত্রাণ খুঁজে নিয়েছেন অনেকে। কিন্তু এত নিরাশার মধ্যেও কখনও কখনও এক টুকরো আকাশ হয়ে জীবনে পদার্পণ করে কেউ কেউ। হায়দরাবাদের একটি সংস্থার কর্মীদের জীবনে তেমনই একজনের প্রবেশ ঘটল। সেই এক টুকরো আকাশের নাম Denver. আপাতত চারপেয়েটির মধ্য়েই সুখের সন্ধান পেয়েছেন সকলে। (Viral News)

ব্যবসায়ী রাহুল অরেপকা Harvested Robotics সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা। নিজের সংস্থায় একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির সারমেয় নিযুক্তির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। রাহুল জানিয়েছেন, চারপেয়েটিকে তাঁদের সংস্থার Chief Happiness Officer-এর পদে বসানো হয়েছে। সে কোডিং জানে না, চারপাশে কী হচ্ছে, কিচ্ছু যায় আসে না।  রোজ শুধু সকলকে দেখা দেয়, মন চুরি করে, মেজাজ ফুরফুরে রাখে। সংস্থায় পোষ্যদের অন্তর্ভুক্তিকে জীবনের সেরা সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। (Chief Happiness Officer)

সকলের মন ভাল রাখার দায়িত্ব যার কাঁধে ন্যস্ত, সংস্থায় সেই Denver-ই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে বলেও জানিয়েছেন রাহুল। রাহুলের ওই পোস্ট নজর কেড়েছে সকলেরই। ওই সংস্থা কর্মীদের মনের কথা ভেবেছে জেনে, অনেকেই তাদের প্রশংসা করেছে। এতে কর্মীদের মন ভাল থাকবে, কাজও জোর কদমে এগোবে বলে মন তাঁদের। কেউ কেউ আবার Denver-এর মনের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সকলকে ভাল রাখতে গিয়ে সে নিজে জাঁতাকলে পড়ে গিয়েছে বলে মত তাঁদের। 

কর্পোরেট অফিসে যাতায়াতের ফলে Denver নিজে কতটা ঠিক থাকবে, তা নিয়ে অনেকেই মতামত জানিয়েছেন। একজন লেখেন, ‘CHO-কে তো অবসন্ন মনে হচ্ছে দেখে। সকলকে খুশি করতে গিয়ে গুমরে গিয়েছে’। আর একজন লেখেন, ‘মুখ দেখে কিন্তু খুশি মনে হচ্ছে না। মনে হচ্ছে হাফ ডে ছুটি অ্যাপ্রুভড হয়নি’। কাজের জায়গায় পোষ্য রাখার সিদ্ধান্তকে স্বাগতও জানান অনেকে। একজন লেখেন, ‘অসাধারণ পদক্ষেপ। কী মিষ্টি দেখতে ডেনভারকে’। আর একজন লেখেন, ‘আরও জায়গা খালি থাকসলে বলবেন। আরও একজন আছে যে জিভ বের করে দুই পায়ে দাঁড়াতে দক্ষ। যে সংস্থা কাজ দিয়েছে, তাকে কখনও ভুলবে না’। সংস্থায় Denver স্বাস্থ্যবিমা পাচ্ছে কি না, তাও জানতে চান কেউ কেউ।

(Feed Source: abplive.com)