Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কাজ শুধু মুখ দেখানো, বিনিময়ে কর্পোরেট ফেসিলিটি, Chief Happiness Officer-এর চাকরি পেল চারপেয়ে
কাজ শুধু মুখ দেখানো, বিনিময়ে কর্পোরেট ফেসিলিটি, Chief Happiness Officer-এর চাকরি পেল চারপেয়ে

হায়দরাবাদ: ইন্টারনেটের দৌলতে হাতের মুঠোয় দুনিয়া। কিন্তু বুকের ভিতর ক্রমশ বেড়েছে শূন্যতা। মনের খবর রাখার রাখার মতো আর কেউ নেই চারপাশে। সারাদিন মুখ গুঁজে কাজ করার মধ্যেই তাই পরিত্রাণ খুঁজে নিয়েছেন অনেকে। কিন্তু এত নিরাশার মধ্যেও কখনও কখনও এক টুকরো আকাশ হয়ে জীবনে পদার্পণ করে কেউ কেউ। হায়দরাবাদের একটি সংস্থার কর্মীদের জীবনে তেমনই একজনের প্রবেশ ঘটল। সেই এক টুকরো আকাশের নাম Denver. আপাতত চারপেয়েটির মধ্য়েই সুখের সন্ধান পেয়েছেন সকলে। (Viral News) ব্যবসায়ী রাহুল অরেপকা Harvested Robotics সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা।…

Read More