Bangladesh: বাংলাদেশে ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়!

Bangladesh: বাংলাদেশে ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়!

সেলিম রেজা, ঢাকা: ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশে রেলপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। প্রতিবারের মতো এবারও ট্রেনগুলোয় দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। যাত্রীদের গায়ে গা লেগে গলঘর্ম অবস্থায় বাড়ি ফিরছেন কর্মজীবী পুরুষ, মহিলা-সহ বিভিন্ন পেশার মানুষ। ভোগান্তি সত্ত্বেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে মুখর তাঁরা। ঢাকার কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গিয়েছে ঈদযাত্রার এমন চিত্র। আন্তনগর এবং কমিউটার ট্রেনে ছিল ঠাসা ভিড়। ট্রেনের ভেতরে তো বটেই, বাইরে দরজা, জানালা এমনকি ছাদেও বিপদজ্জনকভাবে যাত্রীদের ভ্রমণ করতে দেখা গিয়েছে।

জি ২৪ ঘন্টাকে যাত্রীরা জানান, ‘৫ জুন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি হওয়ায় একযোগে মানুষ ঘরমুখো হয়েছেন। স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রী চাপ বহুগুণে বেড়ে গিয়েছে’। সরকারি কর্মী মহম্মদ ইব্রাহিম খলিল বলেন, ‘ভীষণ কষ্ট হচ্ছে, তবে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারলে সব কষ্ট ভুলে যাব’।

বাংলাদেশ রেলওয়ের সুপারিনটেনডেন্ট মহম্মদ নাজমুল হক জি ২৪ ঘন্টাকে জানান, যাত্রীদের চাপ অনেক বেশি। পথে পথে থামতে হচ্ছে, যাত্রী নামতে ও উঠতে সময় লাগছে। তবে সব ট্রেনই নির্ধারিত সময়ের কাছাকাছি গন্তব্যে পৌঁছাচ্ছে। এখনও সিডিউল বিপর্যয় হয়নি। ঈদযাত্রার শেষদিন শুক্রবার ঢাকার কমলাপুরে দেখা যায়, যে যেভাবে পারছেন, ট্রেনে উঠে পড়ছেন। আগাম টিকিট না পাওয়া যাত্রীরা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে ও ছাদে যাচ্ছেন।

সকালে রংপুর যাওয়ার জন্য স্টেশনে এসেছেন কুড়িগ্রামের সুমন মিয়া। জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে তিনি বলেন, ‘বাসে গেলে বাড়িতে গিয়ে ঈদ করতে পারব কিনা জানি না। টিভিতে দেখেছি যারা বৃহস্পতিবার যাত্রা শুরু করেছেন তাদের অনেকেই এখনও পৌছয়নি। তাই টিকিট না থাকলেও স্টেশনে আসছি। স্ট্যান্ড টিকিটও পাই নাই। রংপুর এক্সপ্রেসে কোনওমতে উঠে যাব’।

(Feed Source: zeenews.com)