সব বিধায়ক তাঁদের সঙ্গেই আছেন, তৃণমূলকে স্বস্তি দিয়ে বার্তা মুকুল সাংমার

সব বিধায়ক তাঁদের সঙ্গেই আছেন, তৃণমূলকে স্বস্তি দিয়ে বার্তা মুকুল সাংমার

#শিলং: লক্ষ্য ২০২৪। এখন থেকেই উত্তর পূর্ব ভারতে তাই সংগঠন মজবুত করতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। যদিও গত বছর ত্রিপুরা পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ভাল ফল করেছিল, তা ধাক্কা খেয়েছে সদ্য প্রকাশ হওয়া ত্রিপুরা উপনির্বাচনের ফলে। এই অবস্থায় আগামী বছর নির্বাচন মেঘালয়ে, সেখানে সফর করছেন অভিষেক বন্দোপাধ্যায়।

গত বছর মেঘালয়ে কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে৷ ১৮ জনের মধ্যে ১২  জন কংগ্রেস বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এটি কংগ্রেসের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যাঁরা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও।

গত সেপ্টেম্বরেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন মুকুল সাংমা। মেঘালয়ের প্রদেশ কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালাকে নিয়ে বেশ বিরক্ত ছিলেন মুকুল সাংমা। এ দিকে ১২ জন বিধায়ক যোগ দিতেই মেঘালয়ে প্রধান বিরোধী দল হয়ে যায় তৃণমূল।

গত বছর ৩০ নভেম্বর কলকাতার এক বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে মুকুল-সহ কংগ্রেস বিধায়কদের তৃণমূলে স্বাগত জানিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের পশ্চিমবঙ্গ সভাপতি সুব্রত বক্সী। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল-সহ দলের অন্যান্য নেতারা। ওই দিন রাতেই মেঘালয়ের দলীয় সভাপতি হিসাবে বিধায়ক চার্লস পিংরোপের নাম ঘোষণা করেছিলেন তৃণমূলনেত্রী।

১১ জন বিধায়ককে নিয়ে তৃণমূলে যোগদান করেন মেঘালয়ের মুকুল, সেই দলেই রয়েছেন সভাপতি পিংরোপও। এই ১২ জন তৃণমূলের আসায় মেঘালয়ে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৮ থেকে কমে হয় ছয়। ফলে সেই সময় থেকেই মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল।

কিন্তু ওই ১২ জন বিধায়কের মধ্যেই পাঁচজন ইউডিপি-র যোগাযোগে থাকা দুশ্চিন্তা বেড়েছিল তৃণমূলের। কারণ, অসম বা ত্রিপুরা সফরে গিয়ে অভিষেক বারবার আগামী বছরের নির্বাচনে ত্রিপুরা ও মেঘালয়ে ক্ষমতা দখলের হুঙ্কার ছেড়েছেন অভিষেক। তারপরেই ওই পাঁচ বিধায়কের দল ছাড়ার ইঙ্গিত মেলায় তাঁদের কলকাতায় ডাকা হয়েছিল বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতিকে। কারণ, বিধায়করা বিধানসভা ভোটের আগেই দলত্যাগ করলে দেশের উত্তর পূর্ব প্রান্তে তৃণমূলের রাজনীতি অনেকটাই ধাক্কা খাবে বলেই মনে করছে রাজনীতির কারবারিরা। আপাতত সমস্ত প্রক্রিয়া যথাযথ আছে বলেই মত তৃণমূলের।

Published by:Debamoy Ghosh

(Source: news18.com)