Tollywood News: প্রকাশ্যে ‘ভূতপূর্ব’র ট্রেলার! ভয়-সাহিত্যর মেলবন্ধন! পর্দায় সন্দীপ্তা, অমৃতা, রূপাঞ্জনা

Tollywood News: প্রকাশ্যে ‘ভূতপূর্ব’র ট্রেলার! ভয়-সাহিত্যর মেলবন্ধন! পর্দায় সন্দীপ্তা, অমৃতা, রূপাঞ্জনা

Tollywood News: তিন কথক, তিন ভৌতিক কাহিনি, এক অদ্ভুত সন্ধ্যা— ‘ভূতপূর্ব’-এ এক ফ্রেমে ভয়-সাহিত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন।

২৭ জুন বক্স অফিসে আসতে চলেছে ভয়ের ছবি ভূতপূর্ব’। প্রকাশ্যে এল ট্রেলার। যার ছত্রে ছত্রে ছড়িয়ে রয়েছে সাহিত্য এবং ভয়ের মিশেল। অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, সন্দীপ্তা সেন, সুহোত্র মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, সপ্তর্ষি মৌলিক, অমৃতা চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ চক্রবর্তী। তিন কথক, তিন ভৌতিক কাহিনি, এক অদ্ভুত সন্ধ্যা— ‘ভূতপূর্ব’-এ এক ফ্রেমে ভয়-সাহিত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন।